অল্প বৃষ্টিতেই চট্টগ্রাম নগরীর কিছু এলাকায় হাঁটু পানিতে পরিণত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। অনেকের বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে পড়েছে পানি।
শনিবার (১ এপ্রিল) সকাল থেকেই শুরু হয় বৃষ্টি। মাত্র দু’এক ঘণ্টার বৃষ্টিতে নগরীর মুরাদপুর, আতুরার ডিপো, দুই নম্বর গেট, চকবাজারসহ বেশ কয়েকটি এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়তে হয় কর্মজীবীদের।
বেসরকারি চাকরিজীবী বিপ্লব কুমার শীল বলেন, সকাল সোয়া ৯টার দিকে অফিস যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছি। মুরাদপুর এলাকায় হাঁটু পানি ছিল। অফিসে আসতে গিয়ে কষ্ট পেয়েছি খুব। রাস্তার মধ্যে পানি ওঠায় যানবাহনও চলাচল করতে পারছিল না। হেঁটে হেঁটে ২ নম্বর গেট এলাকায় এসেছি। নগরীতে অল্প বৃষ্টি হলেই বহদ্দারহাট-মুরাদপুর ডুবে যায়।