শুক্রবার ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৭ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

দীর্ঘ অপেক্ষা আর ভোগান্তি পোহালেও কাউকেই খালি হাতে ফিরতে দেখা যায়নি।

বেলা গড়িয়ে যায়, তবু অপেক্ষা টিসিবির পণ্যের

“তৃতীয় রোজায় চিনি, তেল-ডাল দিবে জানছি। তাই সেহরি খাইয়া ফজরের আজান দেওনের পরপরই নামাজ পড়ছি। ঘর ঝাড়ু না দিয়াই বাইরাইয়া পড়ি। অন্ধকার থাকতেই আইস্যা পড়ছি দোকানের সামনে। কার্ড জমা নিছে সকাল ৮টায়। এহনও রাস্তার পাশে রৌদ্রের মধ্যে দাঁড়ায়, কহনো বইসা আছি। কিন্তু ডাহে না।“

রোববার দুপুরে যাত্রাবাড়ীর শনির আখড়ায় টিসিবির ডিলার পটুয়াখালী এন্টারপ্রাইজের সামনে অসহায়ত্বের কথা এভাবেই বলছিলেন রিনা আক্তার।

পঞ্চাশোর্ধ এ নারী যখন ফ্যামিলি কার্ডের আওতায় ভর্তুকি মূল্যের চিনি, মশুর ডাল, সয়াবিন তেল, ছোলা ও খেজুর হাতে পান, তখন ঘড়ির কাঁটায় ২টা বাজে; অপেক্ষা করতে হয়েছে ৮ ঘণ্টার বেশি।

সেখানেই ফাতেমা বিবি কার্ড জমা দিয়েছিলেন সকাল ৭টায়। বিকাল ৪টার সময়ও পণ্য পাননি বলে জানালেন তিনি।

আর ফজরের নামাজ শেষ করেই ডিলারের দোকানের সামনে এসেছিলেন তোফাজ্জল হোসেন। বললেন, “পুরুষদের লাইনে আমি দাঁড়াই তৃতীয় নম্বারে। কার্ড জমা নিছে ৭টায়। বেলা ৯টায় বউরে লাইনে রাইখা গেছি কামে। এহন বিকাল তিনটা বাজলেও ডাক দেয় নাই। পরে কার্ড দিলেও অনেকরে আগে দিছে।”

ভিড়ের মধ্যে ক্লান্ত হয়ে পড়া সালমা আক্তার বললেন, “পুরা একটা বেলা চইলা গেল। বাসায় পোলাপান আছে-রোজা রাইখ্যা আবার বিকালে ইফতারি ও রাতের খাওন রানতে হইব। সরকার আমাগো দিকে তাকাইয়া অল্প টাকায় মাল দিতাছে। ডিলারের কারণে সেই মাল পাইতে জান বাইরাই যাইতাছে।”

টিসিবির পণ্য পেতে দীর্ঘ অপেক্ষা আর ভোগান্তির কথা এভাবেই বলছিলেন সীমিত আয়ের এসব মানুষ। রোজা রেখে দিনমান দাঁড়িয়ে শরীর যে কুলায় না, তবুও অপেক্ষায় ছিলেন শেষ পর্যন্ত। বিকাল সাড়ে ৪টা পর্যন্ত অবশ্য সেখানে কাউকে খালি হাতে ফিরতে দেখা যায়নি।

পণ্য সরবরাহ যথেষ্ট থাকার কথা জানিয়ে কার্ড লিপিবদ্ধকারী মো. আল-মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কার্ড জমা দিয়ে পরেও মাল (পণ্য) নিতে পারবে।’’

পণ্য পেতে এত দীর্ঘ অপেক্ষার কারণ জানতে চাইলে ডিলারের এ প্রতিনিধি বললেন, ‘‘কয়েকজন অনুরোধ করায় তাদের পণ্য আগে দিতে হয়েছে।’’

লাইনে দাঁড়ানো ব্যক্তিদের অভিযোগ, প্রভাবশালীদের পরিচয় ব্যবহার করে অনেকেই পরে এসে কার্ড জমা দেওয়া মাত্রই পণ্য পেয়েছেন। আর অপেক্ষা করতে হয়েছে আগেভাগে আসা ব্যক্তিদের।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আল-মামুন কোনো জবাব দিলেন না। তবে বিকাল ৪টা পর্যন্ত প্রায় ৪০০ জনকে পণ্য দেওয়া গেছে বলে জানালেন তিনি।

রোজার মাসে সারা দেশে এক কোটি পরিবারকে ‘ফ্যামেলি কার্ড’র মাধ্যমে ভর্তুকি মূল্যে পাঁচটি পণ্য বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে এক কেজি চিনি ৬০ টাকায়, ৭০ টাকা দরে দুই কেজি মশুর ডাল, লিটার প্রতি ১১০ টাকা দরে দুই লিটার সয়াবিন তেল, ৫০ টাকায় এক কেজি ছোলা ও ১০০ টাকায় এক কেজি খেজুর বিক্রি করা হচ্ছে।

পাঁচটি পণ্যের মধ্যে খেজুর শুধু ঢাকা সিটির জন্য; এখানে প্যাকেজ মূল্য ধরা ৫৭০ টাকা এবং ঢাকার বাইরে ৪৭০ টাকা।

তবে ঢাকার সবখানে একসঙ্গে পণ্য দিতে পারছে না রাষ্ট্রায়ত্ত সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

দৈনিক সর্বোচ্চ ৭০ থেকে ৭৫ হাজার উপকারভোগীকে পণ্য বিতরণ করার সামর্থ্য রয়েছে জানিয়ে টিসিবির ঢাকা আঞ্চলিক কার্যালয়ের যুগ্ম পরিচালক হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বিভিন্ন ওয়ার্ডে নিয়োগ করা ডিলারদের মাধ্যমে পণ্য দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে সব ওয়ার্ড ও ডিলারদের পণ্য দেওয়া হবে।’’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬২ নম্বর ওয়ার্ডের উত্তর কুতুবখালী, দক্ষিণ কাজলা, দক্ষিণ কাজলা (নয়ানগন), ছনটেক, শেখদী, গোবিন্দপুর, উত্তর রায়েরবাগ মিলিয়ে টিসিবির ডিলার রয়েছেন পাঁচজন। রোববার তাদের মধ্যে শেখদী, গোবিন্দপুর, উত্তর রায়েরবাগ এলাকার জন্য অনুমোদিত ডিলার পটুয়াখালী এন্টারপ্রাইজ টিসিবির পণ্য বিক্রি করে।

এ ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ মোস্তাক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিটি করপোরেশনের মাধ্যমে দায়িত্ব পেয়ে ১২ হাজার ১৫২ জনকে টিসিবির ফ্যামিলি কার্ড দিয়েছি।’’

রোজার মধ্যে ভোর থেকে লাইনে দাঁড়িয়ে মিলেছে কাঙ্ক্ষিত পণ্য। কম দামে টিসিবির এই পণ্য কিনতে শনিবার ভোর থেকে লাইনে ছিলেন তিনি।

একজন ডিলারের মাধ্যমে গড়ে দুই থেকে আড়াই হাজার উপকারভোগীকে পণ্য দেওয়া হচ্ছে বলে জানিয়েছে টিসিবি।

সংস্থাটির কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, “বেলা ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পণ্য বিক্রি করবেন ডিলাররা। এরপরও কোনো ক্রেতা থাকলে পণ্য থাকা সাপেক্ষে বিক্রি করবেন। পণ্য না থাকলে পরের পর্যায়ে তিনি পণ্য পাবেন।”

রাত ৯টার সময়ও যাত্রাবাড়ীর ধলপুরে ৫০ নম্বর ওয়ার্ড অফিস থেকে টিসিবির পণ্য বিক্রি করছিলেন মেসার্স আশরাফুল স্টোরের স্বত্বাধিকারী আশরাফুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সকাল থেকে রাত ৯টা পর্যন্ত প্রায় দুই হাজার ২০০ জন পণ্য নিয়ে গিয়েছে। যে পণ্য আছে তা শেষ করতে রাত ১১টা বাজবে।”

পণ্য বিক্রিতে এত সময় লাগার কারণ জানতে চাইলে তিনি বলেন, “তেল ছাড়া বাকি চারটা পণ্য মাপতে হয়। কর্মীরা তা মাপার পর পণ্য দিতে একজনকে অন্তত ৫ মিনিট সময় দিতে হয়।

“আবার কেউ কেউ দুইটা কার্ড নিয়ে আসছেন। তাদের ১০ মিনিটের বেশি সময় লাগে। এ কারণেই দেরি হচ্ছে। কিন্তু মাল (পণ্য) পায় নাই এমন কেউ নাই।’’

আবার পণ্য পেয়েও বিক্রি শুরু করেনি যাত্রবাড়ীর আরেক ডিলার। টিসিবির কাছ থেকে শনিবার ৫ লাখ ৩৮ হাজার ৫০০ টাকার পণ্য উত্তোলন করেছে যাত্রাবাড়ীর ৫১ নম্বর ওয়ার্ডের মীরহাজীরবাগ এলাকার ডিলার মেসার্স মমতাজ এন্টারপ্রাইজ।

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মমতাজ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোববার সব কিছু ওজন করে প্যাকেট করছি। সোমবার বেলা ১০টা থেকে বিক্রি করব। বিক্রির সময়ে প্যাকেট করলে সময় বেশি লাগে।’’

তদারকি কমিটির দেখা নেই

পণ্য বিক্রয় কার্যক্রম তদারকি, সুষ্ঠু ব্যবস্থাপনা ও শৃঙ্খলা নিশ্চিতে প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলরকে প্রধান করে বাণিজ্য মন্ত্রণালয় কমিটি করেছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন টিসিবির যুগ্ম পরিচালক হুমায়ুন কবির।

তবে জনদুর্ভোগ কমিয়ে আনতে এমন কোনো কমিটির কার্যক্রম দেখা যায়নি। জানতে চাইলে ৬২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোস্তাক আহমেদ বললেন, এমন কমিটি গঠন সম্পর্কে তাকে কিছুই জানানো হয়নি।-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

এবারের ‘ইত্যাদি’ সাদামাটির পাহাড়ে

আমাদের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি, প্রত্নসম্পদ, মুক্তিযুদ্ধের গৌরবময় স্থান, আকর্ষণীয় পর্যটন কেন্দ্র, প্রাকৃতিক সৌন্দর্য ও জনগুরুত্বপূর্ণ স্থানগুলো সম্পর্কে জানতে এবং জানাতে দেশের বিভিন্ন স্থানে গিয়ে

বিস্তারিত »

ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি তরুণ, পেটে মিলল লম্বা এক ছুরি

নেপালে এক তরুণের তলপেট থেকে অস্ত্রোপচারের মাধ্যমে ১৫ সেন্টিমিটার দীর্ঘ একটি ধারালো ছুরি বের করা হয়েছে। ব্যথা নিয়ে আগের দিন ২২ বছর বয়সী ওই তরুণ

বিস্তারিত »

আজ রাজধানীর দুই প্রবেশমুখে বিএনপির সমাবেশ

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আজ শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর দুই প্রবেশমুখে সমাবেশ করবে বিএনপি। একটি হবে উত্তরার আবদুল্লাহপুর পলওয়ে মার্কেট সংলগ্ন মাঠে, অন্যটি

বিস্তারিত »

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে বৈশ্বিক সম্প্রদায়ের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

রোহিঙ্গা সংকটের একটি টেকসই সমাধান নিশ্চিত করতে নিরাপত্তা পরিষদ ও সাধারণ পরিষদের প্রস্তাব বাস্তবায়নের পাশাপাশি রোহিঙ্গাদের নিজ মাতৃভূমি মিয়ানমারে প্রত্যাবাসনে তাদের সম্মিলিত প্রচেষ্টা আরো বহুগুণ

বিস্তারিত »

মিরপুরে জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্টে ৪ জনের মৃত্যু

রাজধানীর মিরপুরে মুষলধারে বৃষ্টির মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৪ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে মিরপুর শিয়ালবাড়ির পাশে হাজী রোড এলাকার কর্মাস কলেজ

বিস্তারিত »

আমিনুর রশীদ কাদেরী জন্মদিন পালন

পরিবেশ মানবাধিকার আন্দোলন-পমা’র কার্যনির্বাহী সভাপতি বিশিষ্ট চা গবেষক কলামিস্ট আমিনুর রশীদ কাদেরী জন্মদিন সাড়ম্বরে পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরের জামালখান এলাকার ইডেন

বিস্তারিত »

জায়েদের সঙ্গে হোটেলে সময় কাটানো নিয়ে যা জানালেন সায়ন্তিকা

সম্প্রতি প্রথমবারের মতো অভিনয় করতে বাংলাদেশে এসেছিলেন ওপার বাংলার অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তবে তিনি অভিনয় না করেই উল্টো আলোচনার ঝড় তুলে ফিরে গেছেন কলকাতায় ।

বিস্তারিত »

‘ইইউ পর্যবেক্ষক না পাঠালে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না’

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পর্যবেক্ষক দল না পাঠালে নির্বাচনের গ্রহণযোগ্যতায় কোনো প্রভাব পড়বে না বলে মনে করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার

বিস্তারিত »

৭ অক্টোবর বাংলাদেশে আসছে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক দল

আগামী ৭ অক্টোবর এক সপ্তা‌হের জন্য বাংলাদেশে প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশনে আসছে যুক্তরাষ্ট্রের একটি আগাম পর্যবেক্ষক দল। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ঢাকাস্থ আমেরিকান সেন্টারে সাংবাদিকদের স‌ঙ্গে আলাপকা‌লে

বিস্তারিত »