শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ২ কার্তিক, ১৪৩২, ২৫ রবিউস সানি, ১৪৪৭

লিড সনদের গোল্ড থেকে প্লাটিনামে উন্নীত

প্যাসিফিক জিনস গ্রুপের অনন্য অর্জন

মুক্তি৭১ ডেস্ক

প্রথমবারের মতো বাংলাদেশের কোনো তৈরি পোশাক কারখানা লিড সনদের গোল্ড থেকে প্লাটিনামে উন্নীত হয়েছে। চট্টগ্রামের প্যাসিফিক জিনস গ্রুপের এনএইচটি ফ্যাশনস বুধবার (১ মার্চ) লিড প্লাটিনামে উন্নীত হওয়ার সনদ পেয়েছে।

শুক্রবার (৩ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক মহিউদ্দিন রুবেল।

তিনি বলেন, ‘আমাদের দেশে বিভিন্ন সময়ে লিড সনদ পাওয়া কারখানার সংখ্যা বেড়েছে। কিন্তু রিসার্টিফিকেশনের ঘটনা এখন পর্যন্ত তেমন একটা ঘটেনি। বাংলাদেশ যে এখন পরিবেশবান্ধব কারখানার ক্ষেত্রে অনেক সচেতন ও আমরা যে অনেক কাজ করছি, তারই প্রমাণ হচ্ছে আজকে প্যাসিফিক জিনস গ্রুপের এনএইচটি ফ্যাশনস নামের একটি কারখানা ৮৪ পয়েন্ট পেয়ে রিসার্টিফিকেশনের সময় প্লাটিনাম সনদ অর্জন করেছে। যা বাংলাদেশের জন্য একটি বিরল ঘটনা। পাশাপাশি এটি প্রমাণ করে যে বাংলাদেশ পরিবেশবান্ধব কারখানা স্থাপনের ক্ষেত্রে নতুন নতুন পদক্ষেপ নিচ্ছে। এ কারখানাটি অনেক সজাগ ও অনেক উন্নতি করেছে বিধায় তারা গোল্ড থেকে প্লাটিনাম সনদ অর্জন করেছে।’

এর আগে বাংলাদেশের আরেকটি কারখানা এ মর্যাদা অর্জন করেছিল উল্লেখ করে মহিউদ্দিন রুবেল বলেন, ‘তবে তারা সংগত কারণে তাদের তথ্যটি কনফিডেনসিয়াল রাখে। তাই আনুষ্ঠানিকভাবে আমরা এনএইচটি ফ্যাশনসের নাম প্রথমবারের মতো প্রকাশ করতে পারছি। এতে আমাদের দেশের লিড প্লাটিনাম সনদ পাওয়া কারখানার সংখ্যা দাঁড়ালো ৬৬। ফলে আমাদের গোল্ড সনদ পাওয়া কারখানার সংখ্যা কমে ১০৯টি হচ্ছে।’

মহিউদ্দিন রুবেল বলেন, ‘এটি প্রমাণ করে যে আমরা শুধুমাত্র সনদ অর্জনেই ব্যস্ত নই। আমরা সনদ অর্জন করে সেটি ধরে রাখতে পারছি এবং আমাদের অবস্থা আরও উন্নতির দিকে এগোচ্ছে। সুতরাং আজকের এ অর্জন প্রমাণ করে যে বাংলাদেশ এ ক্ষেত্রে কতটা কাজ করছে এবং শক্তিশালীভাবে আমরা এগিয়ে যাচ্ছি।’

বিজিএমইএ বিশ্বাস করে যে ভবিষ্যতে যখন কোনো কারখানা রিসার্টিফিকেশনের জন্য আবেদন করবে তখন বাংলাদেশের অবস্থানের আরও উন্নয়ন হবে।

২০১৭ সালে ১১০ নম্বরের মধ্যে ৬৪ নম্বর পেয়ে লিড গোল্ড সনদ পেয়ে পরিবেশবান্ধব কারখানার স্বীকৃতি পেয়েছিল এনএইচটি ফ্যাশনস।

যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) ‘লিড’ নামে পরিবেশবান্ধব স্থাপনার সনদ দিয়ে থাকে। লিডের পূর্ণাঙ্গ রূপ লিডারশিপ ইন অ্যানার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন। এ সনদ পেতে হলে একটি প্রকল্পকে ইউএসজিবিসির তত্ত্বাবধানে নির্মাণ থেকে উৎপাদন পর্যন্ত বিভিন্ন বিষয়ে সর্বোচ্চ মান রক্ষা করতে হয়। ভবন নির্মাণের পরে কিংবা পুরোনো ভবন সংস্কার করেও প্রতিষ্ঠানটিতে আবেদন করা যায়। লিড সনদের জন্য ৯টি শর্ত পরিপালনে মোট ১১০ পয়েন্ট রয়েছে। এর মধ্যে ৮০ পয়েন্টের ওপরে হলে ‘লিড প্লাটিনাম’, ৬০-৭৯ হলে ‘লিড গোল্ড’, ৫০-৫৯ হলে ‘লিড সিলভার’ ও ৪০-৪৯ হলে ‘লিড সার্টিফায়েড’ সনদ পাওয়া যায়।

সর্বশেষ তথ্য বলছে, ১৮৯টি পোশাক ও বস্ত্র খাতের কারখানা লিড সনদ পেয়েছে। এর মধ্যে লিড প্লাটিনাম ৬৬টি কারখানা, লিড গোল্ড ১০৯টি, সিলভার ১০টি ও সার্টিফায়েড ৪টি।

ইউএসজিবিসি তথ্যমতে, বর্তমানে শীর্ষ ১৩টির ১১টিসহ বিশ্বসেরা ১০০টি কারখানার মধ্যে ৫২টিরই মালিক বাংলাদেশ। অথচ সর্বোচ্চ পোশাক রফতানিকারক ও দ্বিতীয় শীর্ষ অর্থনীতির দেশ চীনে রয়েছে মাত্র ১০টি। তালিকায় ৯টি কারখানা নিয়ে তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তান। এ ছাড়া শ্রীলঙ্কা আর ভারতে রয়েছে ৬টি করে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

বাংলাদেশ ব্যাংক : ১ ও ২ টাকার কয়েন নিতে অস্বীকৃতি আইনবিরোধী

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ১ ও ২ টাকার ধাতব মুদ্রা (কয়েন) বৈধ এবং তা গ্রহণে অস্বীকৃতি জানানো প্রচলিত আইনের পরিপন্থী। গত বুধবার (১৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের

বিস্তারিত »

কমতি নেই জোগানে, আয়ের অর্ধেক ব্যয়ই’ খাবারের পেছনে

খাদ্য উৎপাদন ও মজুতে রেকর্ড সাফল্য অর্জন করলেও বাংলাদেশের মানুষ এখনো পিছিয়ে আছে ক্রয়ক্ষমতা ও নিরাপদ খাদ্যপ্রাপ্তির নিশ্চয়তায়। গত অর্থবছরে দেশে পাঁচ কোটি টনের বেশি

বিস্তারিত »

কমিউনিটি ব্যাংক ও ঢাকা রিজেন্সির চুক্তি সই

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের মধ্যে একটি কৌশলগত অংশীদারত্বমূলক চুক্তি সই হয়েছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের

বিস্তারিত »

চট্টগ্রামে ২০ কোটি টাকার দেশি-বিদেশি জাল নোটসহ যুবক গ্রেফতার

চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে প্রায় ২০ কোটি টাকার দেশি-বিদেশি জাল নোট জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ ঘটনায় তানজিম

বিস্তারিত »

সরকার ভোজ্যতেলের দাম বাড়ায়নি: বাণিজ্য উপদেষ্টা

সরকার ভোজ্যতেলের দাম বাড়ায়নি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর পূর্বাচলে এক অনুষ্ঠানে সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানো ইস্যুতে

বিস্তারিত »

আজকের কন্যাশিশু ভবিষ্যতের নোবেল বিজয়ী

একসময় কন্যা শিশুকে পরিবারে বোঝা মনে করা হতো। কন্যা শিশু জন্ম নিলে মানুষের মুখে ফুটে উঠতো অসন্তুষ্টি। তবে সময়ের সঙ্গে এই কন্যাশিশুরাই বড় হয়ে নিজ

বিস্তারিত »

মাছ-মাংসের বাজারে অদৃশ্য সিন্ডিকেট, মধ্যবিত্তের হাঁসফাঁস

রাজধানীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারে প্রতিদিনই বাড়ছে জিনিসপত্রের দাম। কোনো এক পণ্যের দাম কিছুটা কমলেই, সঙ্গে সঙ্গেই বেড়ে যায় অন্যটির। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনে মাছ-মুরগির

বিস্তারিত »

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী তুরস্কের শীর্ষ শিল্পগোষ্ঠী

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে তুরস্কের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠীগুলো। বৃহস্পতিবার (৯ অক্টোবর) তুরস্কের ইস্তাম্বুলে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) আয়োজিত উচ্চপর্যায়ের বিনিয়োগ সেমিনার ‘গেটওয়ে টু গ্রোথ:

বিস্তারিত »

কাঁচা মরিচের দাম কমেছে, বেড়েছে ডালের

টানা বৃষ্টির কারণে রাজধানী ঢাকায় কাঁচা মরিচের দাম হু হু করে বাড়ছিল। স্বস্তির খবর বৃষ্টির পানি নেমে যাওয়ায় কাঁচা মরিচের দাম কমেছে। বাজারে প্রতিকেজি মরিচ

বিস্তারিত »