রবিবার, ৩ নভেম্বর, ২০২৪, ১৮ কার্তিক, ১৪৩১, ৩০ রবিউস সানি, ১৪৪৬

লিড সনদের গোল্ড থেকে প্লাটিনামে উন্নীত

প্যাসিফিক জিনস গ্রুপের অনন্য অর্জন

মুক্তি৭১ ডেস্ক

প্রথমবারের মতো বাংলাদেশের কোনো তৈরি পোশাক কারখানা লিড সনদের গোল্ড থেকে প্লাটিনামে উন্নীত হয়েছে। চট্টগ্রামের প্যাসিফিক জিনস গ্রুপের এনএইচটি ফ্যাশনস বুধবার (১ মার্চ) লিড প্লাটিনামে উন্নীত হওয়ার সনদ পেয়েছে।

শুক্রবার (৩ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক মহিউদ্দিন রুবেল।

তিনি বলেন, ‘আমাদের দেশে বিভিন্ন সময়ে লিড সনদ পাওয়া কারখানার সংখ্যা বেড়েছে। কিন্তু রিসার্টিফিকেশনের ঘটনা এখন পর্যন্ত তেমন একটা ঘটেনি। বাংলাদেশ যে এখন পরিবেশবান্ধব কারখানার ক্ষেত্রে অনেক সচেতন ও আমরা যে অনেক কাজ করছি, তারই প্রমাণ হচ্ছে আজকে প্যাসিফিক জিনস গ্রুপের এনএইচটি ফ্যাশনস নামের একটি কারখানা ৮৪ পয়েন্ট পেয়ে রিসার্টিফিকেশনের সময় প্লাটিনাম সনদ অর্জন করেছে। যা বাংলাদেশের জন্য একটি বিরল ঘটনা। পাশাপাশি এটি প্রমাণ করে যে বাংলাদেশ পরিবেশবান্ধব কারখানা স্থাপনের ক্ষেত্রে নতুন নতুন পদক্ষেপ নিচ্ছে। এ কারখানাটি অনেক সজাগ ও অনেক উন্নতি করেছে বিধায় তারা গোল্ড থেকে প্লাটিনাম সনদ অর্জন করেছে।’

এর আগে বাংলাদেশের আরেকটি কারখানা এ মর্যাদা অর্জন করেছিল উল্লেখ করে মহিউদ্দিন রুবেল বলেন, ‘তবে তারা সংগত কারণে তাদের তথ্যটি কনফিডেনসিয়াল রাখে। তাই আনুষ্ঠানিকভাবে আমরা এনএইচটি ফ্যাশনসের নাম প্রথমবারের মতো প্রকাশ করতে পারছি। এতে আমাদের দেশের লিড প্লাটিনাম সনদ পাওয়া কারখানার সংখ্যা দাঁড়ালো ৬৬। ফলে আমাদের গোল্ড সনদ পাওয়া কারখানার সংখ্যা কমে ১০৯টি হচ্ছে।’

মহিউদ্দিন রুবেল বলেন, ‘এটি প্রমাণ করে যে আমরা শুধুমাত্র সনদ অর্জনেই ব্যস্ত নই। আমরা সনদ অর্জন করে সেটি ধরে রাখতে পারছি এবং আমাদের অবস্থা আরও উন্নতির দিকে এগোচ্ছে। সুতরাং আজকের এ অর্জন প্রমাণ করে যে বাংলাদেশ এ ক্ষেত্রে কতটা কাজ করছে এবং শক্তিশালীভাবে আমরা এগিয়ে যাচ্ছি।’

বিজিএমইএ বিশ্বাস করে যে ভবিষ্যতে যখন কোনো কারখানা রিসার্টিফিকেশনের জন্য আবেদন করবে তখন বাংলাদেশের অবস্থানের আরও উন্নয়ন হবে।

২০১৭ সালে ১১০ নম্বরের মধ্যে ৬৪ নম্বর পেয়ে লিড গোল্ড সনদ পেয়ে পরিবেশবান্ধব কারখানার স্বীকৃতি পেয়েছিল এনএইচটি ফ্যাশনস।

যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) ‘লিড’ নামে পরিবেশবান্ধব স্থাপনার সনদ দিয়ে থাকে। লিডের পূর্ণাঙ্গ রূপ লিডারশিপ ইন অ্যানার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন। এ সনদ পেতে হলে একটি প্রকল্পকে ইউএসজিবিসির তত্ত্বাবধানে নির্মাণ থেকে উৎপাদন পর্যন্ত বিভিন্ন বিষয়ে সর্বোচ্চ মান রক্ষা করতে হয়। ভবন নির্মাণের পরে কিংবা পুরোনো ভবন সংস্কার করেও প্রতিষ্ঠানটিতে আবেদন করা যায়। লিড সনদের জন্য ৯টি শর্ত পরিপালনে মোট ১১০ পয়েন্ট রয়েছে। এর মধ্যে ৮০ পয়েন্টের ওপরে হলে ‘লিড প্লাটিনাম’, ৬০-৭৯ হলে ‘লিড গোল্ড’, ৫০-৫৯ হলে ‘লিড সিলভার’ ও ৪০-৪৯ হলে ‘লিড সার্টিফায়েড’ সনদ পাওয়া যায়।

সর্বশেষ তথ্য বলছে, ১৮৯টি পোশাক ও বস্ত্র খাতের কারখানা লিড সনদ পেয়েছে। এর মধ্যে লিড প্লাটিনাম ৬৬টি কারখানা, লিড গোল্ড ১০৯টি, সিলভার ১০টি ও সার্টিফায়েড ৪টি।

ইউএসজিবিসি তথ্যমতে, বর্তমানে শীর্ষ ১৩টির ১১টিসহ বিশ্বসেরা ১০০টি কারখানার মধ্যে ৫২টিরই মালিক বাংলাদেশ। অথচ সর্বোচ্চ পোশাক রফতানিকারক ও দ্বিতীয় শীর্ষ অর্থনীতির দেশ চীনে রয়েছে মাত্র ১০টি। তালিকায় ৯টি কারখানা নিয়ে তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তান। এ ছাড়া শ্রীলঙ্কা আর ভারতে রয়েছে ৬টি করে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

সংবিধানেই আছে বঙ্গবন্ধুই জাতির পিতা

শেখ হাসিনার দেশত্যাগের পর আমাদের দেশে কিছুদিন পর পর এমন সব কথা বলার চেষ্টা করা হচ্ছে, তাতে মনে হচ্ছে আমাদের জাতীয় ঐতিহ্য, জাতিপরিচিতি ভুলিয়ে দেওয়ার

বিস্তারিত »

`প্রধান উপদেষ্টাসহ দেশ ছাড়লেন বাকি উপদেষ্টারাও, সোর্স: চালাইদেন’

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পদ ছেড়েছেন বলে গুজব ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) রাত থেকে এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিতে

বিস্তারিত »

এবি পার্টির নতুন আহ্বায়ক হলেন আব্দুল ওহাব

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) নতুন আহ্বায়ক হলেন খ্যাতিমান মনোরোগ বিশেষজ্ঞ ও সামাজিক ব্যক্তিত্ব প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার। মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে

বিস্তারিত »

হাইকোর্টে নতুন অতিরিক্ত ২৩ বিচারপতির শপথ গ্রহণ

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন অতিরিক্ত ২৩ বিচারপতি শপথ গ্রহণ করেছেন। বুধবার (৯ অক্টোবর) সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নতুন নিয়োগ পাওয়া বিচারপতিদের আজ শপথ বাক্য

বিস্তারিত »

সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট সাময়িক বরখাস্ত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করে সমালোচনায় পড়া লালমনিরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুম উর্মিকে সাময়িক

বিস্তারিত »

হিজবুল্লাহর সম্ভাব্য নতুন প্রধানও নিখোঁজ!

লেবাননের রাজধানী বৈরুতে গত ২৭ সেপ্টেম্বর মুহুর্মুহু হামলা চালিয়ে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। এরপর ধারণা করা হচ্ছিল, হিজবুল্লাহর

বিস্তারিত »

সংলাপে সংস্কার, নির্বাচনী প্রস্তুতিমূলক কাজ নিয়ে আলোচনা হয়েছে : মাহফুজ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে সংস্কার কার্যক্রম এবং নির্বাচনী প্রস্তুতিমূলক কাজ সমান্তরালভাবে কীভাবে চলতে পারে তা নিয়ে অন্তর্বর্তী সরকারের

বিস্তারিত »

নতুন রাজনৈতিক দল গঠন করলেন সোহেল রানা

চলচ্চিত্র অভিনেতা, মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন। প্রাথমিকভাবে দলটির নাম রাখা হয়েছে ‘বাংলাদেশ ইনসাফ পার্টি’ (বিআইপি),

বিস্তারিত »

ইংল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে হেরে গেছে বাংলাদেশ। টি-টোয়েন্টি ও এই ফরম্যাটের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে জয় অধরাই থেকে গেল বাংলাদেশের মেয়েদের। জয়ে

বিস্তারিত »