অ্যাকাউন্ট খোলা সহজ করে মাত্র আড়াই বছরে পাঁচ কোটি মানুষকে মোবাইল ব্যাংকিংক সেবায় যুক্ত করা নগদ এখন দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে ‘আর্থিক সেবার আওতায়’ আনার লক্ষ্য ধরে কাজ করছে।
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক তানভির এ মিশুক বলছেন, গত আড়াই বছরের সাফল্যই তাদের সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাচ্ছে।
২০১৯ সালের ২৬ মার্চ দেশে মোবাইল ব্যাংকিং কার্যক্রমে নাম লেখানো ‘নগদ’ এখন পাঁচ কোটি নিবন্ধিত গ্রাহকের কোম্পানি।
সম্প্রতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডট্কমকে দেওয়া এক সাক্ষাৎকারে নগদের বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেছেন শুরু থেকে এ কোম্পানির নেতৃত্ব দিয়ে আসা মিশুক।
তিনি বলেন, গত বছরও (২০২০ সাল) কেউ চিন্তা করেনি, ‘নগদ’ এ পাঁচ কোটি মানুষ লেনদেন করবে।
“এখন চিন্তা করছি, যারা আর্থিক সেবার বাইরে আছে, তাদেরকে এর আওতায় আনতে,” যোগ করেন নগদের এমডি।
তার দাবি, নগদ এর চালু করা ‘ডিজিটাল কেওআইসি’ (আপনার গ্রাহককে জানুন) শুধু দেশের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) খাতে নয়, আর্থিক খাতের ডিজিটালাইজেশনের পথও সুগম করেছে।
আর এ বিষয়টিকে নগদের আড়াই বছরের পথচলায় কোম্পানির ‘উল্লেখযোগ্য সাফল্য’ হিসেবে দেখছেন তিনি।
বিডিনিউজ