ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে শেষ ম্যাচ আজ বাংলাদেশের। এই ম্যাচ শুধুমাত্র আনুষ্ঠানিকতা। কারণ সেমিফাইনালে খেলার আশা অনেক আগেই শেষ। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওঠার লড়াইও বলা যায় আজকের ম্যাচকে।
কারণ বাংলাদেশের এখনও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওঠাটা নিশ্চিত নয়। আপাতত কিছুটা এগিয়ে। অঘটন না ঘটলে আজও যে অস্ট্রেলিয়ার কাছে সাকিবের দল হারবে সেটা প্রায়ই নিশ্চিত। তবে হেরে গেলেও যদি রান রেট খুব একটা না কমে, তাহলে হয়তো সর্বশেষ দল হিসেবে খেলতে পারবে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি।
আপাতত সে লক্ষ্যে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্সের সঙ্গে টস করতে নেমে হারলেন ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টস জিতে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানালেন বাংলাদেশকে।