রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ২৪ কার্তিক, ১৪৩২, ১৭ জমাদিউল আউয়াল, ১৪৪৭

মৌলিক গান ছেড়ে বুদ্ধ কীর্তনে নিয়মিত জুসি বড়ুয়া

বিনোদন প্রতিবেদক

দেশের বর্তমান বৌদ্ধ সম্প্রদায়ের মাঝে কীর্তনীয়া হিসেবে সুপরিচিত নাম জুসি বড়ুয়া। চট্টগ্রামের বোয়ালখালীর কধুরখীলে জন্মজাত এই শিল্পী মাত্র ৯ বছর বয়সে স্থানীয় মিঠু চৌধুরীর কাছে সর্বপ্রথম গানের তালিম নেওয়া শুরু করেন। এরপর প্রায় ৪ বছর ওস্তাদ মিহির লালার কাছে উচ্চাঙ্গ সংগীতের তালিম নেন। তবে নবম শ্রেনীতে অধ্যয়নরত অবস্থায় মঞ্চে গান গাওয়া শুরু।

বিভিন্ন মঞ্চের পাশাপাশি জুসি বড়ুয়াকে গ্রামের কঠিন চীবর দান অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হতো, বিশেষ করে অনেক শিল্পীর মাঝে সবসময় দর্শকদের চাহিদা থাকতো প্রথমে ধর্মীয় গান দিয়ে শুরু করতে হবে। তাই তার ধর্মীয় গান পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হতো। এভাবে অনেক কঠিন চীবর দান অনুষ্ঠানে ধর্মীয় গান গাইতে গাইতে তিনি বৌদ্ধ ধর্মীয় গান শেখার প্রতি মনোনিবেশ করেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অনুষ্ঠানে যখন মাত্র ২ থেকে ৩টি ধর্মীয় গান গাইতাম এতেই সবাই খুশি হতেন। তখন অন্য কোন গান আর গাইতে হতো না। এতে করে আমার উৎসাহ আরো বেড়ে যায় এবং গানের পরিধি বাড়তে থাকে। পরবর্তীতে কোন কোন অনুষ্ঠানে ৫ থেকে ৬টি ধর্মীয় গানও গাইতাম ‘এভাবে জুসি বড়ুয়ার ধর্মীয় চিন্তা -চেতনা ক্রমশ বাড়তে থাকে। এক সময় বিভিন্ন গ্রামের কীর্তনীয়ারা প্রশংসা করে ধর্মীয় গান তথা কীর্তন চর্চার প্রতি উৎসাহিত করেন। অতঃপর চেষ্টা চালালেন বুদ্ধ কীর্তন সংগ্রহ করার জন্য। নিজের সেই কীর্তন সংগ্রহ ও গাওয়ার প্রতি প্রবল আগ্রহের জন্যই আজ বহু বুদ্ধ কীর্তন তিনি সংগ্রহ করতে সক্ষম হয়েছেন।

জুসি বড়ুয়া

২০১৮ সালে জুসি বড়ুয়া একটি ইউটিউব চ্যানেল তৈরি করেন। যার ভিউ এখন ৭ লাখ ছাড়িয়েছে। এরপর ২০২০ সালে বৈশ্বিক মহামারি কোভিড এর কারণে লকডাউনে নিজের একটি ফেসবুক পেজ ওপেন করেন। আর ফেসবুক লাইভে বুদ্ধ কীর্তন পরিবেশন করতেন।

লকডাউন যখন শিথিল হয় তখন তার পেইজে বিভিন্ন জায়গা থেকে কীর্তন গাওয়ার আমন্ত্রণ আসতে থাকে। এভাবেই শুরু হয় তার কীর্তনের জার্নি।

এই শিল্পী বলেন- চাইলে শুরু থেকেই মৌলিক গান গাইতে পারতাম। কিন্তু আমি হারিয়ে যাওয়া কীর্তনগুলোকে সম্বল হিসেবে নিয়েছি যেন এর পুনঃজাগরণ হয়। আমি চাই পুরনো কীর্তনগুলোকে আবার নতুনরূপে সবার মাঝে উপস্থাপন করতে।

জুসি বড়ুয়া আরো জানান, যখন থেকে বুদ্ধ কীর্তন গাওয়া শুরু করি ঠিক তখন থেকেই অন্যান্য গান গাওয়া বন্ধ করে দিয়েছি। এখন শুধুই বুদ্ধ কীর্তন নিয়ে কাজ করে যেতে চাই। আমার স্বপ্ন ভবিষ্যতে বুদ্ধ কীর্তন কেউ ছেড়ে দিলেও আমি ছাড়বো না। যতদিন সুস্থভাবে বেঁচে থাকব ততদিন মনে প্রাণে বুদ্ধ কীর্তনকে ধারণ করে যেতে চাই।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

বীর মুক্তিযোদ্ধা রবিউল হোসেন কচি : চট্টগ্রাম, নোয়াখালী সবখানে তিনি নেতা

মিষ্টি হাসিমাখা মায়াবি মুখাবয়বের অধিকারী রবিউল হোসেন ছিলেন ষাটের দশকের চট্টগ্রামের ছাত্র রাজনীতির একজন প্রিয়ভাজন নেতা। ষাটের শেষভাগে উদ্ভূত হয়ে তিনি নিজের জন্য আলাদা আসন

বিস্তারিত »

বাবার কারণে লজ্জায় স্কুল যাচ্ছে না ইমরান হাশমির ছেলে!

বলিউড অভিনেতা ইমরান হাশমি। বিরতি ভেঙে ফিরেই হইচই ফেলে দিয়েছেন তিনি। ‘দ্য ব্যাডস অফ বলিউড’-এ তার ছোট ক্যামিও মুহূর্তেই ভাইরাল হয়। কিন্তু এই জনপ্রিয়তা যে

বিস্তারিত »

শান্তিপূর্ণ জীবন চাই: আঁখি আলমগীর

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী আঁখি আলমগীর। সামাজিকমাধ্যম ফেসবুকে এক পোস্টে মানুষের ভণ্ডামি থেকে মুক্তি চান বলে জানান তিনি। গত শুক্রবার (৩১ অক্টোবর) সকালে পোস্ট দিয়ে

বিস্তারিত »

পরীক্ষা দিতে গিয়ে পিটুনি খেলেন ছাত্রলীগ নেতা

চট্টগ্রাম নগরীর হাজারী লেন এলাকায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ ক্যাম্পাসে আশিফুল হক (২৫) নামের এক ছাত্রলীগ নেতাকে মারধরের পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তিনি

বিস্তারিত »

দম-এ মেহজাবীন

নাটকে বিরতি দিয়ে ওটিটিতে নিয়মিত হয়েছিলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এই অভিনেত্রী এখন পুরোপুরি চলচ্চিত্রে মনোনিবেশ করেছেন। সেই ধারাবাহিকতায় নতুন সিনেমায় যুক্ত হতে যাচ্ছেন মেহজাবীন। শোনা

বিস্তারিত »

ব্যবসায়ী পরিষদের চেম্বারকে পরিবারমুক্ত করার আহবান

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে কথিত পরিবারমুক্ত করার আহ্বান জানিয়েছেন সম্মিলিত ব্যবসায়ী পরিষদ। পাশাপাশি এ চেম্বারকে একটি বিশ্বমানের চেম্বার হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন

বিস্তারিত »

সাভারে শিক্ষার্থীদের সংঘর্ষ, অগ্নিসংযোগ

ঢাকার সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে রাতভর সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। গত রোববার রাত ৯টা থেকে ভোর ৪টা পর্যন্ত বিরুলিয়া

বিস্তারিত »

সালমান খানকে নিষিদ্ধ ঘোষণা

বলিউড সুপারস্টার সালমান খান এবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে। সৌদি আরবের রিয়াদে এক অনুষ্ঠানে মুখ ফসকে এমন কথা বললেন, যা নিয়ে তোলপাড় পাকিস্তানজুড়ে। বেলুচিস্তানকে ‘ভিন্ন দেশ’ হিসেবে

বিস্তারিত »

দোষ দেখিনি সামিরার ডন

বাংলা সিনেমার চিরচেনা মুখ সালমান শাহ- যার অকালমৃত্যু এখনো রহস্যে ঘেরা। মৃত্যুর প্রায় তিন দশক পরও এই নায়কের অপমৃত্যু মামলা ফের আলোচনায়। আত্মহত্যা না হত্যা-

বিস্তারিত »