রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে গ্রেপ্তার এক মাদককারবারিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকা তার মেয়েকে চড় মারার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। এ ঘটনায় কমিটি করে খতিয়ে দেখার কথা জানিয়েছে পুলিশ।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তিকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় সাত-আট বছরের একটি ছোট মেয়ে তাকে জড়িয়ে ধরে কাঁদছে। এ সময় কেউ একজন ওই ব্যক্তিকে চড় মারে। যা ওই শিশুটির গালেও লাগে। এ সময় মেয়েটির কান্না আরও বেড়ে যায়।
জানা যায়, গত বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে রুস্তম নামে ওই মাদককারবারিকে ইয়াবাসহ গ্রেপ্তার করে পুলিশ। পরে থানায় নেওয়ার সময় তার ছোট মেয়ে এসে তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তখন কেউ একজন তাকেসহ তার ছোট মেয়েকে চড় মারে।
এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। পুলিশের প্রতি ক্ষোভও প্রকাশ করেছেন কেউ কেউ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওর নিচে পারুল আক্তার নামের একজন মন্তব্য করেন, বাবা তো বাবাই। যতই খারাপ হোক সন্তানের সামনে কেন?
নাসিম শোভ নামের আরেকজন মন্তব্য করেছেন, ‘থাপ্পরটা বাচ্চার গায়েও লেগেছে’।
সেলিম আনসারি নামের আরেকজন লিখেছেন, ‘পুলিশের সামনে একজন মানুষকে আঘাত করা অমানবিক। তার ওপর তার মেয়ের সামনে। তার মেয়েটি চিৎকার করছে। হায়রে বাংলাদেশ’।
বিষয়টি চোখ এড়ায়নি পুলিশেরও। তবে বাহিনীটির দাবি, ছোট মেয়েটিকে চড় মারা হয়নি। তবুও বিষয়টি কমিটি করে খতিয়ে দেখা হচ্ছে।
ডিএমপির তেজগাঁও বিভাগের এডিসি (মোহাম্মদপুর জোন) জুয়েল রানা বলেন, চড়টি ওই আসামিকে মারা হয়েছে। মেয়েটিকে মারা হয়নি। তারপরও আমরা কমিটি করে ঘটনাটি খতিয়ে দেখছি।








