খাগড়াছড়ির দীঘিনালার মেরুং ইউনিয়নের রশিক নগর এলাকায় বজ্রপাতে একটি গরু মারা গেছে। রবিবার (৯ জুন) বিকাল সাড়ে ৩টার দিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে এ মৃত্যুর ঘটনা ঘটে। গরুটির আনুমানিক বাজার মূল্য ৭০ হাজার টাকা।
গরুর মালিক গোলাম মোস্তফা জানান, আমার নিজ জমিতে গরুটি ঘাস খাওয়ার জন্য বেঁধে রেখেছিলাম। বিকাল সাড়ে ৩টার দিকে হঠাৎ বৃষ্টির সঙ্গে প্রচণ্ড শব্দে বজ্রপাত হয়। এসময় আমরা ভয় পেয়ে যাই। গরুটির চিৎকার শুনে গিয়ে দেখি গরুটি মাঠে পড়ে গেছে।
মেরুং ইউপি সদস্য নাজমুল ইসলাম তারা বলেন, হঠাৎ বজ্রপাতে রশিক নগর এলাকায় গোলাম মোস্তফা নামে এক ব্যক্তির একটি গরু মারা গেছে। এখন সামান্য বৃষ্টি হলেই সঙ্গে প্রচুর বজ্রপাত হয়। যা মানুষ ও পোষা প্রাণীর জন্য মারাত্মক বিপদজনক।