চট্টগ্রামের বায়েজিদ টেক্সটাইল এলাকায় একটি জুতা কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
শুক্রবার (২৯ মার্চ) বিকাল ৪টার দিকে ‘রং দা ইন্টারন্যাশনাল’ নামে ওই কারখানায় এই আগুন লাগার ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দিনমনি শর্মা। তবে তিনি কিভাবে আগুন লেগেছে কিংবা ক্ষয়ক্ষতি পরিমাণের বিস্তারিত জানাতে পারেননি।
বায়েজিদ বোস্তামী থানার ওসি সঞ্জয় কুমার সিনহা জানান, রং দা নামে ওই কারখানায় শ্রমিকরা আজও সাড়ে ৩টা পর্যন্ত কাজ করেছে। ছুটির পর তারা চলে গেলে বিকাল ৪টার দিকে কারখানা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।
তিনি আরও জানান, ওই কারখানায় জুতার সোল তৈরি করা হয়। যে মেশিনটি দিয়ে সেখানে কাজ করা হয়, সেটি ‘ওভার হিটেড’ হয়।
এর আগে রং দা কারখানাটি ছিল বন্দরটিলা এলাকায় টিসিবির একটি ভবনে। গতবছর সেখানেও একবার অগ্নিকাণ্ড হয়। মাস দুয়েক আগে কারখানাটি বায়েজিদ টেক্সটাইল এলাকায় স্থানান্তর করা হয়।