মা হারালেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। মঙ্গলবার (৫ মার্চ) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মা স্বপ্না সাহা মারা যান। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বাপ্পি নিজেই।
মায়ের আত্মার শান্তি কামনা করে সংবাদমাধ্যমে বাপ্পি বলেন, ‘আমার মায়ের জন্য সবাই প্রার্থনা করবেন। বিধাতা তাঁকে যেন স্বর্গীয় শান্তিতে রাখেন। এর বেশি এখন বলতে পারছি না।’
বাপ্পি চৌধুরীর পারিবারিক সূত্র জানিয়েছে, স্বপ্না সাহা দীর্ঘদিন ধরে পরিপাকতন্ত্রে আলসারের সমস্যায় ভুগছিলেন। কয়েক দিন আগে ভারত থেকে চিকিৎসা শেষে ঢাকায় ফেরেন তিনি।
উল্লেখ্য, বাপ্পি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘শত্রু’। এতে তাঁর বিপরীতে অভিনয় করেন জাহারা মিতু। এ ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে ‘৫৭০’সহ কয়েকটি সিনেমা।