আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনা সভা মুক্তিযুদ্ধের স্বপক্ষের সংগঠন হৃদয়ে বাংলাদেশ চেতনায় মুক্তিযুদ্ধ’র উদ্যোগে সংগঠনের উপদেষ্টা অধ্যক্ষ বিজয়লক্ষ্মী দেবীর সভাপতিত্বে বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে নগরের শাহ আমানত মার্কেট চত্বরে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রাক্তন সভাপতি মুক্তিযুদ্ধের সংগঠক সৈয়দ মোহাম্মদ ইউসুফ বলেন, ভাষা আন্দোলন আমাদের জাতীয় ইতিহাসের এক অনন্য চেতনাদীপ্ত অধ্যায়। এ আন্দোলন জাতিসত্ত্বা অন্বেষার এক বিপুল সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে যার ফলশ্রুতিতে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি।
প্রধান বক্তা বীর মুক্তিযোদ্ধা সিনিয়র সাংবাদিক পংকজ দস্তিদার বলেন, ভাষা আন্দোলনে আত্মাহুতি দিয়ে তাঁরা আমাদের শিখিয়ে গেছেন অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করা, অধিকার হরণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। এই আন্দোলনের উত্তাপ জাতিকে আজও উজ্জীবিত করে।
অধ্যক্ষ বিজয়লক্ষ্মী দেবী বলেন, দোহাই দিচ্ছেন প্রযুক্তির, দোহাই দিচ্ছেন বিশ্বায়নের এর থেকে উত্তরনের পথ থাকলেও সুকৌশলে এড়িয়ে যাওয়া হচ্ছে। অধ্যক্ষ আব্দুল মালেক বলেন, আমাদের মুখের ভাষা কেড়ে নিয়ে জাতিকে মানসিক প্রতিবন্ধী বানিয়ে ফেলার চেষ্টার ত্রুটি রাখেনি তারা।
এসময় মুক্তিযোদ্ধাদের মধ্যে ছিলেন ফজলুল হক চৌধুরী, মনোরঞ্জন বিশ্বাস, বিমল দাশগুপ্ত, কিরণ লাল আচার্য্য, যীশু বড়ুয়া, বিজয় ধর, কবি আশীষ সেন, অধ্যাপক আবু ছৈয়দ, এডভোকেট মনি ধর। সঞ্চালনায় ছিলেন সংগঠনের যুবনেতা মাধব ধর।
আলোচনা শেষে নেতৃবৃন্দ নগরের মিউনিসিপ্যাল মডেল হাইস্কুল প্রাঙ্গণে অস্থায়ী শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন।