খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার কবাখালী আল আমিন বারীয়া নুরানী হিফজখায় ইসলামী সাংস্কৃতিক ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
রোববার(৩ মার্চ) সকাল ১১টায় হিফজখানার পরিচালক হাফেজ মাওলানা মো. আবদুচ ছবুর আল কাদেরীর সভাপতিত্বে ও শিক্ষক হাফেজ মাওলানা মো. তহিদুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন হিফখানা পরিচালনা কমিটির সভাপতি মো. মফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান, বাঘাইহাট কাঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন ও কোষাধ্যক্ষ মো. ইসমাইল হোসেন সাধারণ সম্পাদক প্রমুখ।
আলোচনা সভা শেষে ইসলামী সাংস্কৃতিক ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিরা।