স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার প্রতিপাদ্য বিষয় ধারণ করে খাগড়াছড়ির দীঘিনালায় পালন করা হয়েছে স্থানীয় সরকার দিবস।
মঙ্গলবার(২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের যৌথ আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৪ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যাটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে দীঘিনালা কেন্দ্রীয় বাস টার্মিনাল গিয়ে শেষে হয়। পরে বাসটার্মিনালে এক সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয়।
দীঘিনালা স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা অরুন কুমারের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন ৩নং কবাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নলেজ চাকমা।
দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মামুনুর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মো. কাশেম বলেন, খাগড়াছড়ির মধ্যে দীঘিনালা উপজেলা প্রথম বাস টার্মিনাল স্থানীয় সরকার দিবস উপলক্ষে এখান থেকে পরিস্কার পরিচ্ছন অভিযান শুরু করে পুরো উপজেলা ময়লা আর্বজনা পরিস্কার করা হবে। সকলে যার যার অবস্থান থেকে নিজের দোকান পাট এর সামন পরিস্কার রাখতে হবে। ময়লা আবর্জনা নিদিষ্ট স্থানে ফেলতে হবে। নিজেদের পরিবেশ নিজেরাই যত্ন নিতে হবে। আওয়ামীলীগ সরকার জনগণের সুবিধার জন্য টেকসই উন্নয়নের মাধ্যমে বিভিন্ন এলাকায় পাবলিক টয়লেট ও সুপেয় পানির ব্যবস্থা করে দিয়েছে।
এসময় আরো উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মোস্তফা কামাল মিন্টু, নারী ভাই চেয়ারম্যান মিজ সীমা দেওয়ান, ইউপি চেয়ারম্যান মো. মাহমুদা বেগম লাকী, চয়ন বিকাশ চাকমা, চন্দ্র রঞ্জন চাকমা, গগন বিকাশ চাকমা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম সরকার প্রমুখ।
আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, দীঘিনালা রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্য, রোভার স্কাউট গ্রুপের সদস্য ও স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃীবৃন্দের অংশগ্রহণে বাস টার্মিনাল এলাকা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি উদ্বোধন করার হয়। পরে বাস টার্মিনাল পরিষ্কার শেষে করে লারমা স্বায়ার উপজেলা পরিষদ চত্বরের গিয়ে শেষ করা হয়।