অমর একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেছে হাটহাজারী প্রেসক্লাব।
বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সভাপতি ও কালেরকণ্ঠ এর প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের হাটহাজারী প্রতিনিধি বাবলু দাশ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, সমকাল এর প্রতিনিধি মো. মহিন উদ্দিন, দৈনিক সাঙ্গু এর নিজস্ব প্রতিবেদক মাহমুদ আল আজাদ, খোলা কাগজের হাটহাজারী প্রতিনিধি অরুণ বৈষ্ণব প্রমুখ প্রমুখ।