চট্টগ্রামের বোয়ালখালী গোমদন্ডী মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠিত হয়েছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি নির্বাচনের জন্য প্রিজাইডিং অফিসার ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. জহির উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্ব সম্মতিক্রমে রেজাউল করিম বাবুলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের নির্বাচিত অভিভাবক সদস্য মো. সিরাজুল ইসলাম, পৌর কাউন্সিলর মো. ইসমাইল হোসেন আবু, মো. আবুল আজাদ, মো. কফিল উদ্দিন মুন্সী, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য নীলু আক্তার, সাধারণ শিক্ষক সদস্য সাংবাদিক এস. এম মনজুর আলম, বিপ্লব সরকার, সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য দিল আফরোজ পারভীন ও সদস্য সচিব প্রধান শিক্ষক এসএম খসরু পারভেজ।
এরআগে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) অভিভাবক সদস্য, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য, সাধারণ শিক্ষক ও সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের নাম ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার।