চট্টগ্রাম নগরের মুরাদপুর সমাজের মোরাপুজা উদযাপন পরিযদের সাবেক সাধারণ সম্পাদক দিপক দাশের মাতা শোভা রানী দাশ (৮২) গত ১৫ জানুয়ারি সকাল ৮:৪৫টায় নিজ বাসায় পরলোক গমন করেন।
মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসখ্য গুণগ্রাহী রেখে যান। ওই দিন তার শবদেহ নগরের বলুয়ার দীঘি মহাশ্মশানে দাহ করা হয়।
তার পারলৌকিক ক্রিয়া আগামী ৩০ জানুয়ারি মঙ্গলবার মুরাদপুর আপন গার্ডেন কমিনিউটি সেন্টারে অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে গীতাপাঠ, আদ্যশ্রাদ্ব আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রয়াতে আত্মার সদগতি কামনা করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।