চট্টগ্রামের মিরসরাইয়ে শীতার্তদের মাঝে বস্ত্র বিতরণ করেছেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেল।
সোমবার (২২ জানুয়ারি) উপজেলার জলদাস এবং বেদে পাড়ার জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি। এ সময় তিনি শিশু ও বৃদ্ধদের প্রতি যত্নশীল হতে সবাইকে আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, ১৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দুই পৌরসভার মেয়র প্রমুখ।