সুরের মূর্ছনায় হোক স্বপ্নগাঁথা নতুন সময়ের অভিযাত্রা এ স্লোগানকে সামনে রেখে, নগরের ঐতিহ্যবাহী অনুশীলনী সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান স্বরলিপি সাংস্কৃতিক অঙ্গনের ১০ম বর্ষপূর্তি উপলক্ষে এক উৎসব ২৪ জানুয়ারি (সোমবার)বিকাল ৪টায় চট্টগ্রাম নগরের মেহেদীবাগ এমএম আলী রোডস্থ জেলা শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে।
এতে শুভেচ্ছা জ্ঞাপন, প্রকাশনা ও মোড়ক উম্মোচন, সম্মাননা স্মারক প্রদান ও সাংস্কৃতিক পরিবেশনা রয়েছে। অনুষ্ঠানের উদ্বোধক করবেন দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক।
এতে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এ.টি.এম পেয়ারুল ইসলাম। বিশেষ অতিথি থাকবেন- চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্যানেল মেয়র কাউন্সিলর মো. গিয়াস উদ্দীন, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আলী আবরাহা দুলাল, সাংস্কৃতিক সংগঠক ও ১৫নং বাগমনিরাম ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু।চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, ডায়মন্ড সিমেন্ট লি. এর পরিচালক মো. হাকিম আলী। সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জাফর ইকবাল, বাকর সন্স গ্রুপের চেয়ারম্যান সঙ্গীত শিল্পী রিয়াজ ওয়াইজ ও এ.এস.এম. এন্টারপ্রাইজের পরিচালক মাহমুদুল আলম লিটন।
উৎসবের সভাপতিত্ব করবেন স্বরলিপি সাংস্কৃতিক অঙ্গনের পরিচালক সামশুল হায়দার তুষার। অনুষ্ঠানে সবান্ধব আমন্ত্রণ জানিয়েছেন উৎসবের আহবায়ক ইঞ্জিনিয়ার নুরুল আলম ও সদস্য সচিব জাহিদ তানছির।