খাগড়াছড়ি দীঘিনালায় ফরমেশন এডহক রিক্রুট ট্রেনিং সেন্টার (এএফআরটিসি) এর উদ্যোগে ৫শতাধিক দুস্থ, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (১৭ জানুয়ারী) সকালে উপজেলার পোমাংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পোমাংপাড়া, চাপ্পাপাড়া, বুদ্ধপাড়া ও কুমিল্লাটিলার ৫ শতাধিক শীতার্ত মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ফরমেশন এডহক রিক্রুট ট্রেনিং সেন্টার (এএফআরটিসি) প্রধান প্রশিক্ষক(সিআই) লে. কর্নেল মাহফুজ মান্নান সুমন। বিতরণকালে তিনি বলেন, ‘সেনাবাহিনী নিয়মিত কাজের পাশাপাশি সমাজের পিছিয়ে থাকা জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে।’
এসময় সেনাবাহিনীর প্রশিক্ষণ সেন্টারের ওআইসি মেজর আব্দুল্লাহ আল মাহিন, কোয়াটার মাস্টার ক্যাপ্টেন আব্দুল্লাহ্ আল মাফি, এডজুটেন্ট ক্যাপ্টেন দুর্লভ কুমার রায়, কোম্পানী টুআইসি ক্যাপ্টেন ফারদিন আফজাল, স্থানীয় ইউপি চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমাসহ স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, কার্বারী উপস্থিত ছিলেন।