চট্টগ্রামের চন্দনাইশে সাঙ্গু নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে মো. সোহেল রানা (২৯) নামে এক ব্যক্তিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় একটি স্কেভেটর ও বালুভর্তি দুইটি ট্রাক জব্দ করা হয়।
মঙ্গলবার(১৬ জানুয়ারি )সকালে উপজেলার দোহাজারী পৌরসভার চাগাচর এলাকায় সাঙ্গু নদীর দক্ষিণ পাড়ে অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।
দণ্ডিত মো. সোহেল রানা রসুলাবাদ এলাকার গুল মোহাম্মদের ছেলে।
উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা বলেন, সাঙ্গু নদীরপাড় থেকে অবৈধভাবে উত্তোলনের খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে মো. সোহেল রানা নামে এক ব্যক্তিকে মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর আইনে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় একটি স্কেভেটর ও বালুভর্তি দুইটি ট্রাক জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনায় সহযোগিতা করেন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও চন্দনাইশ থানা পুলিশের একটি টিম।
চন্দনাইশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।