চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুজিবুর রহমান সিআইপি শপথ গ্রহণের পর প্রথমবার বাঁশখালী এসে চমকে দিল সবাইকে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) প্রটৌকল ছাড়াই তিনি বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন।
সকাল সাড়ে আটটায় সরাসরি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে সবাইকে তাক লাগিয়ে দেয়। তখন কর্তব্যরত চিকিৎসক-নার্স ছাড়া অন্যরা উপস্থিত হয়নি। বেশ কিছুক্ষণ পর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শফিউর রহমান মজুমদার ও অন্যান্যরা কর্মস্থলে উপস্থিত হন।হাসপাতালে ঢুকে প্রথমেই তিনি ছুটে যান রোগীদের কাছে। প্রত্যেক ওয়ার্ডে গিয়ে রোগী ও স্বজনদের সাথে কথা বলেন এবং অন্যান্য বিভাগগুলো ঘুরে দেখেন। তিনি রোগীর বিছানা, টয়লেটসহ হাসপাতালের পরিবেশ অপরিষ্কার ও অপরিচ্ছন্নতা দেখে ক্ষুব্দ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
এসময় তিনি সবাইকে সতর্ক করেন এবং যারা যথাসময়ে উপস্থিত হননি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করবেন বলে জানান। তবে হাসপাতালের যে কোন সমস্যা সমাধানে সরকারী বরাদ্দ না থাকলে ব্যক্তিগত উদ্যোগে সেগুলো ব্যবস্থা গ্রহণের ঘোষনা দেন। এবং সবাইকে যথাসময়ে অফিসে উপস্থিত হওয়ার নির্দেশনা দেন।
রোগীদের উদ্দেশ্যে তিনি বলেন, কারো কোন সমস্যা হলে তার প্রদত্ত মোবাইল নম্বরে জানাতে। এসময় নবনির্বাচিত সাংসদকে কাছে পেয়ে রোগীরা তাদের সমস্যার কথা জানালে তিনি তৎক্ষণাৎ গরিব রোগীদেরকে আর্থিক সহায়তা প্রদান করেন।
পরে হাসপাতাল থেকে বের হয়ে ছুটে যান আগের দিন পৌরসভার বাহারউল্লাহ পাড়ায় অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো পরিবারের কাছে। এরপর তিনি বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়, সরকারী আলাওল কলেজ, বাঁশখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়, পুর্ব রায়ছটা সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। পথিমধ্যে পৌরসভা, বৈলছড়ী, খানখানাবাদে বিভিন্ন স্থানে গাড়ী থেকে নেমে সাধারণ জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন।