নতুন বছরের শুরুতেই ঢাকার শোবিজ পাড়ায় যেন বিয়ের ধুম পড়েছে। গত শুক্রবার (১২ জানুয়ারি) পারিবারিক আয়োজনে বিয়ে সারেন লাক্স তারকা অভিনেত্রী মৌসুমী হামিদ। এরপর বিয়ের ঘোষণা দেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। জোভানের বিয়ের ঘোষণা দেওয়ার একদিন পার না হতেই বিয়ের ঘোষণা দিলেন গুণী অভিনেত্রী নাজিয়া হক অর্ষা।
রোববার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ফেসবুকে কয়েকটি ছবি প্রকাশ করে বিয়ের ঘোষণা দেন অর্ষা।
এসব ছবির ক্যাপশনে অর্ষা লিখেন, ‘প্রকৃতি আর পরিবার নিয়ে এখন আমি থেকে আমরা। আনুষ্ঠানিকভাবেই আমরা বিবাহিত।’
প্রকাশিত ছবিতে দেখা যায়, অর্ষা বধূ হয়েছেন নির্মাতা-অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরানের।
অর্ষা জানান, দুই থেকে তিন মাস আগে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে বিয়েটা সেরেছেন তাঁরা।
২০০৯ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন নাজিয়া হক অর্ষা। তারপর থেকে টেলিভিশন নাটকে সরব উপস্থিতি। নাটক-টেলিফিল্মের পাশাপাশি বেশ কটি চলচ্চিত্র ও ওয়েব ফিল্মে অভিনয় করছেন তিনি।