শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ২৮ অগ্রহায়ণ, ১৪৩২, ২১ জমাদিউস সানি, ১৪৪৭

শান্তিপূর্ণ ভোট গ্রহণ

হাটহাজারীতে ৭ম বার এমপি হলেন ব্যারিস্টার আনিস

লাঙ্গল ৫০৯৭৭, কেটলি ৩৬২৫১

হাটহাজারী প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে (উপজেলা ও সিটি কর্পোরেশন আংশিক) ১৪৬টি ভোট কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে লাঙ্গল প্রতীকে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ পেয়েছেন ৫০,৯৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কেটলি প্রতীকে শাহজাহান চৌধুরী পেয়েছেন ৩৬,২৫১ ভোট। এই নিয়ে সপ্তম বারের মত সাংসদ নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বিজয়ী হয়েছেন।

নির্বাচনে বাতিল ভোট ১৬০৬ সহ সর্বমোট ভোট সংগ্রহ হয়েছে ৯৭৫৭৮টি। যা মোট ভোটের ২০.৫৫%।

প্রতিদ্বন্দ্বী অন্যান্য প্রার্থীদের মধ্যে তৃণমূল বিএনপি থেকে ভিপি নাজিম সোনালী আশঁ প্রতীকে ১৪০১ ভোট, স্বতন্ত্র প্রার্থী উত্তর জেলা যুবলীগের সহ-সভাপতি নাসির হায়দার করিম বাবুলের ঈগল প্রতীকে ৪৮০ ভোট, ইসলামিক ফ্রন্টের এডভোকেট সৈয়দ মুক্তার আহমদ সিদ্দিকীর মোমবাতি প্রতীকে ৬৮৪১ ভোট, ইসলামিক ফ্রন্ট হাফেজ আহমদ চেয়ার প্রতীকে ৬৯১ ভোট, সুপ্রিম পার্টির কাজী মহসিন চৌধুরী একতারা প্রতীকে ৮৭২ভোট, বিএনএফ পার্টির আবু মোহাম্মাদ শামসুদ্দিন টেলিভিশন প্রতীকে পেয়েছেন ৬৫ ভোট।

হাটহাজারী উপজেলার একটি পৌরসভা, ১৪টি ইউনিয়ন ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১ ও ২ নং ওয়ার্ড নিয়ে গঠিত চট্টগ্রাম-৫ আসনের ১৪৬ কেন্দ্রের ১ হাজার ৬১ কক্ষে ভোটার ছিল ৪ লাখ ৭৫ হাজার ৭শ ১৩ জন।

কোন ধর‌নের অপ্রী‌তিকর ঘটনা ছাড়া নারী-পুরুষ ভোটারগণ সুশৃংখলভাবে লাইনে দাঁড়িয়ে নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেছেন ।

তবে এই নির্বাচনকে কেন্দ্র করে হাটহাজারী উপজেলায় তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটের আমেজও ছিল উৎসব মুখর। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়েছে। তবে সকাল বেলা ভোট কেন্দ্রে ভোটার তেমন উপস্থিতি ছিল না। ভোটাররা কেন্দ্রে ভোট দিতে যেতে শঙ্কা ছিল। কিন্তু সেটিকে পিছনে ফেলে উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে ভোটাররা পছন্দের প্রার্থীকে ভোট প্রয়োগ করেছে।

চট্টগ্রাম-৫ এর ২৮২ সংসদীয় আসনের সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার কতৃর্ক ঘোষিত বেসরকারী ফলাফলে ৫০,৯৭৭ ভোট পেয়ে লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ সপ্তম বারের মত জয়লাভ করেছে।

এর আগে রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে উপ‌জেলার ১৪৬টি কে‌ন্দ্রে এক‌যো‌গে ভোটগ্রহণ শুরু হয়। সকা‌ল ৯টা ৩৫ মিনিটের দিকে উত্তর ছাদেক নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে লাঙ্গল প্রতী‌কে নিজের ভোট প্রদান ক‌রেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। প্রতিবা‌রের মত এবারও ভোট কেন্দ্রে পুরু‌ষের তুলনায় নারীর উপ‌স্থি‌তি বে‌শি দেখা গে‌ছে। তবে সকালে কেন্দ্রে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতিও বাড়তে থাকে।

ভোট গ্রহণের শুরু থেকে শেষ পর্যন্ত উপজেলার কোথাও কোন ধর‌নের অপ্রী‌তিকর ঘটনা ও অনিয়মের খবর পাওয়া যায়‌নি। বিকাল চারটায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর শুরু হয় ভোট গননা।

এদিকে সহকারী রিটানিং অফিসারের কার্যালয়ে খোলা হয়েছে কন্ট্রোল রুম। বিকাল ৫টার পর থেকে একের পর এক আসতে শুরু করে বিভিন্ন কেন্দ্রের ফলাফল।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার বিভিন্ন কেন্দ্র থেকে প্রাপ্ত ভোটের ফলাফল ঘোষণা করে। সর্বশেষ মোট ১৪৬টি কেন্দ্রে প্রাপ্ত ভোটে মোট ৫০৯৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে বিজয়ী ঘোষণা করা হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শাহজাহান চৌধুরী কেটলি প্রতীকে পেয়েছেন ৩৬২৫১ ভোট।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

দীর্ঘমেয়াদি সিদ্ধান্তের অধিকার নির্বাচিত সরকারের

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ কিংবা বন্দর সংক্রান্ত যেকোনো দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবল জনগণের ভোটে নির্বাচিত সরকারেরই থাকে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান

বিস্তারিত »

হঠাৎ বেড়েছে শীতের সবজির দাম

মাত্র তিন-চার সপ্তাহ আগেই শীতকালীন সবজির আগাম সরবরাহে দাম কমেছিল রাজধানী ঢাকার বাজারগুলোতে। এরপর অনেকটাই নাগালে চলে আসে সবজির দাম। এমনকি গত সপ্তাহেও দামে স্বস্তি

বিস্তারিত »

সিনেমার প্রধান বাজার মিসরের

মিসরের চলচ্চিত্রশিল্পের সাম্প্রতিক সাফল্য ইতোমধ্যেই আলোচনায়। বিশেষ করে বিদেশি বাজারে খুব ভালো করছেন দেশটির সিনেমা। কায়রো ইন্ডাস্ট্রি ডেজ চলাকালে কায়রো ফিল্ম কানেকশন প্রকাশিত এক প্রতিবেদনে

বিস্তারিত »

মুগ্ধ আফজাল রুনার লায়লার গানে 

কোক স্টুডিও বাংলার তৃতীয় মৌসুমের সমাপ্তি হয়েছে জনপ্রিয় সুফি সংগীত ‘মাস্ত কালান্দার’ দিয়ে। উপমহাদেশের কিংবদন্তি শিল্পী রুনা লায়লার কণ্ঠে গত ১৭ নভেম্বর তার জন্মদিনের আগেই

বিস্তারিত »

আয়ারল্যান্ডকে ধবলধোলাই করলো বাংলাদেশ

মুশফিকুর রহিমের শততম টেস্টে আয়ারল্যান্ডকে ২১৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। সিরিজের দুটি টেস্ট জিতে আইরিশদের ধবলধোলাই করলো স্বাগতিকরাা। দ্বিতীয় ইনিংসে ২৯১ রানে অলআউট হয়েছে

বিস্তারিত »

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা নেই

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার কোনো আশঙ্কা নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ রোববার (২৩ নভেম্বর) দুপুরে

বিস্তারিত »

সর্বাধুনিক কোয়ান্টাম প্রযুক্তিতে রড উৎপাদন করে জিপিএইচ’এর ইম্পাত-বিপ্লব

ভ্রাতৃপ্রেমের চিরায়ত দৃষ্টান্ত হিসেবে ক্রেতা যুগে ভারতে রচিত মহাকাব্য ‘রামায়ন’-এর নাম চরিত্র ভগবান রাম এবং তদনুজ লক্ষণ-দুই ভাইয়ের কাহিনী উল্লেখিত হয়। রামকে যখন ১৪ বছর

বিস্তারিত »

ঢাকায় বিজিবি মোতায়েন

রাজধানী ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিতকল্পে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ বুধবার (১২ নভেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা

বিস্তারিত »

আওয়ামী লীগকে নিয়ে নির্বাচনের প্রস্তাব দেবে ভারত? যা জানা গেল

৫ আগস্ট পরবর্তী পরিবর্তিত প্রেক্ষাপটের রাজনীতিতে আওয়ামী লীগের স্থান নেই। পতিত স্বৈরাচারী সরকারের অনেক নেতাই গেল বছর থেকেই পলাতক অবস্থানে আছেন। এমন পরিস্থিতিতে আগামী ফেব্রুয়ারিতে

বিস্তারিত »