আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক ড. হাসান মাহমুদ আগমন উপলক্ষে নির্বাচনী সভা শনিবার (৩০ ডিসেম্বর) বোয়ালখালীর দক্ষিণ জ্যৈষ্ঠপুরা আদর্শ ক্লাব, মৈত্রী সংঘ, বীণাপাণি, উদয়ন সংঘ, গোলাকেশ্বরী কালী মন্দিরের যৌথ উদ্যোগে আদর্শ ক্লাব মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া ৭ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক ড. হাসান মাহমুদ।
এসময় উপস্থিত ছিলেন শ্রীপুর খরনদ্বীপ ও জ্যৈষ্ঠপুরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রতন চৌধুরী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন খোকন, ইউপি চেয়ারম্যান মো. মোকারম, জমির উদ্দিন, মোজাম্মেল হক, প্রবীর চক্রবর্তী, ৯ নং ওয়ার্ডের সভাপতি ননী গোপাল দাশ, সাধারণ সম্পাদক নিমাই দে, শিবাশীষ সেন শংকু, নিপুল সেন, বিভু দে, দেবতোষ দে, সমর দাশ, অরুন দে, সুমন দে, সঞ্জয় মহাজন, প্রদীপ দাশ প্রমুখ।