চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার জ্যৈষ্ঠপুরা আদর্শ ক্লাবের উপদেষ্টা প্রদীপ দাশের পিতা প্রফুল্ল রন্জন দাশ পারলৌকিক ক্রিয়া আগামী সোমবার (৮ জানুয়ারি) নিজবাড়িতে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানমালায় রয়েছে গীতাযজ্ঞ, বেদপাঠ, আদ্যশ্রাদ্ব ও দুপুরে আত্মীয়-স্বজনদের শাকান্ন ভোজ।
অনুষ্ঠানে উপস্থিত থেকে তার আত্মার সদগতি কামনা করার জন্য পরিবার পক্ষ থেকে অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, প্রফুল্ল রন্জন দাশ গত ৯ ডিসেম্বর দিবাগত রাত সাড়ে ৪টার দিকে নিজ বাড়িতে পরলোক গমন করেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ২মেয়েসহ আত্মীয়-স্বজন গুনগ্রাহী রেখে যান।