চট্টগ্রাম মহানগরের ৬০৭টি কেন্দ্রের মধ্যে ৪৪৬টিকে গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায়। সোমবার (১ জানুয়ারি) আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নগরের বিভিন্ন ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন পরবর্তী নগরের ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
সিএমপি কমিশনার বলেন, চট্টগ্রাম মহানগরে ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে- আমি তা বলব না। তবে এক ভেন্যুতে একাধিক কেন্দ্র, ভোটারে আধিক্য, নানা ধরনের ভোটার কিংবা কোনো কোনো কেন্দ্র বিশেষ অবস্থানে আছে। এভাবে আমরা মহানগরের ৬০৭টি কেন্দ্রের মধ্যে ৪৪৬টিকে গুরুত্বপূর্ণ মনে করেছি।
কৃষ্ণপদ রায় বলেন, একটা জিনিস আমি স্পষ্ট করে দিতে চাই- নির্বাচন ঘিরে কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান, প্রতিপক্ষকে ভয়ভীতি দেখাতে চান বা সাধারণ ভোটারদের মধ্যে ভীতির সঞ্চার করতে চান তাহলে তাদের বিরুদ্ধে ফৌজদারি আইন অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি বলেন, আমরা যেখানে দাঁড়িয়ে আছি-খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়; এটিও আমার কাছে গুরুত্বপূর্ণ। কারণ এখানে ভোটার যেমন বেশি আছেন, এটি নগরের কেন্দ্রস্থলে এবং এখানে অবজারভার ও মিডিয়া কর্মীর উপস্থিতি বেশি থাকবে। এগুলোতে আমাদের ফোর্সের ব্যবস্থাপনা এবং উপস্থিতি একটু বেশি থাকবে।
অবৈধ অস্ত্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে জানিয়ে কৃষ্ণপদ রায় বলেন, বৈধ অস্ত্রের ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা পরিপত্র পেয়েছি। সে অনুসারে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত বৈধ লাইসেন্সধারী অস্ত্র ব্যবহারকারী যারা আছে, তারা বহন এবং প্রদর্শন করতে পারবেন না। যদি করে থাকেন তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, ভোটারদের আমি বলব, আপনারা নির্বিঘ্নে ভোট দিতে যাবেন। আপনাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। আমাদের সক্ষমতা অনুযায়ী আপনারা নিরাপদ থাকবেন। যদি কোনো ব্যত্যয় ঘটে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।