আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ আসনে নৌকার মাঝি হতে চান নগর আওয়ামী লীগ নেতা ফরিদ মাহমুদ।
সোমবার (২০ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।
তিনি জানান, অতীতে আমার সাধ্যানুযায়ী মানুষের বিপদে আপদে পাশে থাকার চেষ্টা করেছি। এই কাজটি যতদিন সম্ভব আমি চালিয়ে যাবো। যদি আমাকে সুযোগ দেয়া হয় তাহলে আমি নেতা নয়, সাধারণ মানুষের সেবক হিসেবে কাজ করবো।
এর আগে, ২০১৮ সালের জাতীয় নির্বাচন ও গত উপ-নির্বাচনেও মনোনয়ন প্রত্যাশী ছিলেন ফরিদ মাহমুদ। তিনি লালখান বাজার ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি, নগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। এবং সর্বশেষ নগর যুবলীগের যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি ।
এছাড়াও তিনি একজন শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান। চট্টগ্রাম মহানগরে দীর্ঘদিন ধরে প্রগতিশীল সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত এ নেতা।