চট্টগ্রামের চন্দনাইশে সামাজিক ও অরাজনৈতিক সেবামূলক সংগঠন ‘আলো’নতুন কমিটি গঠন করা হয়েছে। রোববার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার বৈলতলী ইউনিয়নের পশ্চিম বৈলতলীস্থ স্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়।
এতে মুহাম্মদ বোরহান উদ্দিনকে সভাপতি ও মুহাম্মদ মিজান রবিনকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- সিনিয়র সহ-সভাপতি হিসেবে মুহাম্মদ ফিরোজ মোরশেদ, সহ-সভাপতি সালাউদ্দিন হোসেন, মুহাম্মদ হেলাল যুগ্ম-সাধারণ সম্পাদক রাজীব উদ্দিন, মুহাম্মদ সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো:নাছুরুল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মিজান, অর্থ সম্পাদক আসিফ আরমান সহ অর্থ সম্পাদক মো: ইমন, দপ্তর সম্পাদক ইঞ্জি. মুহাম্মদ মিনহাজ, প্রচার সম্পাদক কেফায়েত উল্লাহ, আইন বিষয়ক সম্পাদক মো. জামাল ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মো:তৌহিদ, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. এহসান, ত্রাণবিষয়ক সম্পাদক মো. ফরমান, সহ-ত্রাণ বিষয়ক সম্পাদক মো. মোরশেদ, সমাজকল্যাণ সম্পাদক মো. রিয়াদ, সদস্য যথাক্রমে ফয়সাল, জাহেদ, কাউছার প্রমুখ।