চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা এলাকা থেকে ২০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এপিবিএন-৯ চট্টগ্রাম।
শনিবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে জোরারগঞ্জ থানার বারইয়ারহাট মাছের আড়ৎ মুখে ডাকা চট্টগ্রাম মহাসড়কের উপর থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, জোরারগঞ্জ থানার বারৈয়ারহাট পৌরসভার মেহেদী নগর এলাকার আবুল কাশেমের ছেলে ইব্রাহিম হোসেন পারভেজ (৩১) ও ভুজপুর থানার দাঁতমারা ইউনিয়নের পশ্চিম চিকনছড়া এলাকার আবুল কালামের ছেলে মো. শহিদুল ইসলাম (২৪)।
আটকদের জোরারগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করে সোপর্দ করা হয়েছে।
আর্মড পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুই মাদক কারবারি থেকে ছদ্মবেশে মাদক ক্রয় করার অভিনয় করে তাদের আটক করা হয়।
এপিবিএন এর পুলিশ পরিদর্শক আয়ান মাহমুদ জানান, মাদককারবারিদের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।