চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে মাকে ছুরিকাঘাতের ভয় দেখিয়ে অপহরণ করে নিয়ে যাওয়া এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত মো. শাকিল (২৩) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। যাকে মূল পরিকল্পনাকারী বলছে পুলিশ।
মঙ্গলবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে সীতাকুণ্ডের কুমিরা থেকে কিশোরীকে উদ্ধার করা হয়।
পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করা মো. শাকিলের (২৩) বাসা চান্দগাঁও থানা এলাকায়। সেখানে একটি গাড়ির গ্যারেজে মেকানিক হিসেবে কাজ করেন। অন্যদিকে অপহরণের শিকার কিশোরী চান্দগাঁওয়ের এ এল খান বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। কিন্তু কিশোরী ও শাকিলের বাসা পাশাপাশি।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে নগরের চান্দগাঁও থানার মোহরা ইস্পাহানি জেটি রোড এলাকা থেকে চার যুবক এক কিশোরীকে তুলে নিয়ে যায়। পরে গভীর রাতে অভিযান চালিয়ে সীতাকুণ্ডের কুমিরা পাথরপাড়া এলাকা থেকে কিশোরীকে উদ্ধার করা হয়। একই সঙ্গে মূল পরিকল্পনাকারী মো. শাকিলকে গ্রেফতার করে পুলিশ।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবীর জানান, এসএসসি পরীক্ষার্থী এক কিশোরীকে অপহরণের ঘটনায় অভিযান চালিয়ে সীতাকুণ্ড থানার পাথরপাড়া এলাকা থেকে শাকিল নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে মেয়েটিকেও উদ্ধার করা হয়। এসময় অপহরণ কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। এঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।