বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ২৪ আশ্বিন, ১৪৩২, ১৬ রবিউস সানি, ১৪৪৭

যেখানেই অবরোধ সেখানেই প্রতিরোধ: সুজন

মুক্তি ৭১ ডেস্ক

এখন থেকে যেখানেই অবরোধ সেখানেই প্রতিরোধ করা হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর ১৪ দলের সমন্বয়ক এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।

সোমবার (১৩ নভেম্বর) সকালে বিএনপির ডাকা অবরোধ ‘প্রত্যাখান করে’ নগরীর নিমতলা চত্বরে বন্দর থানা আওয়ামী লীগ আয়োজিত ‘শান্তি ও উন্নয়ন সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত মন্তব্য করেন।

সুজন বলেন, বিএনপি-জামায়াত চক্র অবরোধ ডেকে জনজীবনে অস্থিরতা সৃষ্টির অপপ্রয়াসে লিপ্ত রয়েছে। তারা অবরোধ আহবান করে ঘরে নাক ডেকে ঘুমায়। অন্যদিকে ভাড়া করা কর্মী দিয়ে জনগনের গাড়ি পোড়ায় এটাই হচ্ছে তাদের রাজনীতি। এভাবে তারা প্রতিদিন জনগনের সম্পত্তির ক্ষতিসাধন করছে। নিরীহ মানুষ হত্যা এবং জ্বালাও-পোড়াও করে তাদের আন্দোলন গতি পাবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরো বলেন, দেশের মানুষ এখন শান্তি চায়, নিরাপত্তা চায়, স্থিতিশীলতা চায়। কোনভাবেই দেশের মানুষকে জিম্মি করে কাউকে রাজনৈতিক ফায়দা লুটতে দেয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। সুজন বলেন, দেশের উন্নয়নের অগ্রযাত্রা ত্বরান্বিত করার লক্ষে প্রতিদিনই মেগা প্রকল্পসমূহের উদ্বোধন হচ্ছে। এর মধ্য দিয়ে দেশ উন্নয়নের মহাসড়কে পৌঁছে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আগামীকালও দেশের বিভিন্ন স্থানে নির্মিত এলিভেটেড এক্সপ্রেসওয়েসমূহের উদ্বোধন করা হবে যার মধ্যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ নির্মিত এবিএম মহিউদ্দিন চৌধুরী সিডিএ এলিভেটেড এক্সপ্রেসওয়েও রয়েছে। এলিভেটেড এক্সপ্রেসওয়েটি পরিপূর্ণভাবে চালু হলে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সাথে চট্টগ্রাম শহরের সরাসরি সড়ক যোগাযোগ চালু হবে।এর ফলে যাত্রীগণ নির্বিঘ্নে যানজট ছাড়াই খুব অল্প সময়ে বিমানবন্দরে পৌঁছাতে পারবে। পাশাপাশি বঙ্গবন্ধু টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং আউটার সিটি রিং রোড ঘিরে পর্যটনের নতুন সম্ভাবনার দ্বার উম্মোচিত হবে। তাই আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের অগ্রযাত্রাকে বেগবান করার আহবান জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন।

৩৭নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জানে আলম এর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বন্দর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী মো. ইলিয়াছ, ৩৬নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক মো. ইসকান্দর মিয়া, ৩৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর আব্দুল মান্নান, ৩৬নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক ও কাউন্সিলর মোর্শেদ আলী, কামাল ইসহাকী, হাফেজ মো. ওকার উদ্দিন, শেখ নওশাদ সরওয়ার পিল্টু, শেখ মো. জসীম উদ্দিন, ওয়াহিদ মুরাদ রাসেল, জাকির মিয়া, আব্দুল মান্নান, মো. আলী, হাসান মুরাদ, জাহিদ হাসান, অমিত পালিত অংকুর, মো. কাইয়ুম, মাসুদ পারভেজ সোহেল, মো. রানা প্রমুখ।

ছবির ক্যাপশনঃ
নিমতলা চত্বরে বন্দর থানা আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে বক্তব্য রাখছেন চট্টগ্রাম মহানগর ১৪ দলের সমন্বয়ক এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

ছাবের ভাই নেই : চট্টগ্রামের রাজনৈতিক গগনের দেদীপ্যমান সূর্য ডুবে গেল

গতকাল বিকেল ৪ টার দিকে নগরীর গোলপাহাড়স্থ রয়েল হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সেখানেই চিকিৎসাধীন ছিলেন। ছাবের ভাই দীর্ঘদিন থেকে গুরুতর রোগে

বিস্তারিত »

রাউজানে বাসচাপায় হেফাজত নেতার মৃত্যু, প্রতিবাদে সড়ক অবরোধ হাটহাজারীতে

চট্টগ্রামের রাউজান উপজেলায় সড়ক দুর্ঘটনায় মাওলানা সোহেল চৌধুরী (৫০) নামে হেফাজতে ইসলাম বাংলাদেশের এক কেন্দ্রীয় নেতা নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে সংগঠনের নেতাকর্মীরা বুধবার (৮

বিস্তারিত »

কাতারকে যে কোনো মূল্যে রক্ষার আদেশ ট্রাম্পের, কী প্রভাব পড়বে মধ্যপ্রাচ্যে?

বিবৃতিতে বলা হয়েছে, ওয়াশিংটন ক্ষুদ্র জ্বালানি-সমৃদ্ধ এই দেশটির ওপর যেকোনো সশস্ত্র আক্রমণকে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হিসেবে দেখবে। যুক্তরাষ্ট্র কাতার রাষ্ট্রের স্বার্থ রক্ষা এবং শান্তি

বিস্তারিত »

‘ভারত যদি স্বৈরাচারকে আশ্রয় দিয়ে দেশের মানুষের বিরাগভাজন হয়, আমাদের কিছু করার নাই’

সাক্ষাৎকারটি নিয়েছেন বিবিসি বাংলার সম্পাদক মীর সাব্বির ও বিবিসি বাংলার সিনিয়র সাংবাদিক কাদির কল্লোল। তারেক রহমান লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এই সাক্ষাৎকার দেন। দুই

বিস্তারিত »

সিলেটে ‘উদয়ন এক্সপ্রেস’ লাইনচ্যুত, সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

সিলেটের মোগলাবাজারে ‘উদয়ন এক্সপ্রেস’ লাইনচ্যুত হয়েছে; তাতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সিলেট রেল স্টেশনের

বিস্তারিত »

মেতেছে চট্টগ্রাম ফানুস উৎসবে

কোনোটাতে আবার বৌদ্ধ যুব সংগঠনের নাম। এ রকম নানা থিমের, বৈচিত্র্যময় নকশার ফানুস উড়েছে নন্দনকানন ডিসি হিল সংলগ্ন বৌদ্ধ মন্দির থেকে। ফানুসের আলোতে রঙিন হয়ে

বিস্তারিত »

ইসির একার পক্ষে নির্বাচন সামাল দেওয়া সম্ভব হবে না : সিইসি

জাতীয় নির্বাচন, জাতীয়ভাবেই করতে হবে। ইসির একার পক্ষে সবকিছু সামাল দেওয়া সম্ভব হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বিস্তারিত »

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী। তারা হলেন- মেরি ই. ব্রাঙ্কো, ফ্রেড র‌্যামসডেল ও শিমন সাকাগুচি। ইমিউন সিস্টেমের মৌলিক প্রক্রিয়া ‘পেরিফেরাল ইমিউন টলারেন্স’ সম্পর্কিত গুরুত্বপূর্ণ

বিস্তারিত »

রাজনীতির বরপুত্র, সফল নেতা মাহমুদুল ইসলাম চৌধুরী

চট্টগ্রামের রাজনীতির একটি বর্ণাঢ্য আকর্ষক চরিত্র মাহমুদুল ইসলাম চৌধুরী। তিনবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া, চট্টগ্রামের অভিভাবক সংস্থা পৌর কর্পোরেশনের একবার প্রশাসক ও একবার মেয়র, দেশে

বিস্তারিত »