টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর ওয়ানডে সিরিজের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের মেয়েদের। প্রথম ওয়ানডেতে বড় ব্যবধানেই পাকিস্তানের কাছে হেরে গিয়েছিল টাইগ্রেসরা। তবে শ্বাসরুদ্ধকর দ্বিতীয় ম্যাচে সুপার ওভারের নাটকীয়তায় জয় তুলে নিয়ে সিরিজে সমতায় ফিরেছে নিগার সুলতানা জ্যোতির দল।
তিন ম্যাচের সিরিজে ১-১ সমতায়। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি রূপ নিলো অলিখিত ফাইনালে।
মঙ্গলবার (৭ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করতে নেমে জ্যোতির লড়াকু ফিফটিতে ভর করে ৯ উইকেটে ১৬৯ রান করে বাংলাদেশ। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে একবল বাকি থাকতেই সমান রানে পাকিস্তান অলআউট হলে ম্যাচ টাই হয়।
শেষ দুই বলে পাকিস্তানের প্রয়োজন ছিল ১ রান, হাতে ১ উইকেট। সেই রান নিতে গিয়েই ভুল করে বসেন নাশরা সান্ধু। ফাহিমা খাতুনের বলে গালির দিকে পাঠান নাশরা। নন-স্ট্রাইক প্রান্তে থাকা সাদিয়া ইকবাল রানের জন্য দৌড় দিলে দেরি করে ফেলেন নাশরা। নন-স্ট্রাইক প্রান্তে নিশিথা আক্তার সুমি বল পাঠালে উইকেট ভাঙতে দেরি করেননি ফাহিমা।
সুপার ওভারে শুরুতে ব্যাটিং করতে নেমে প্রথম ৫ বলে ৭ রান তুলতেই ২ উইকেট হারায় পাকিস্তান। ৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাউন্ডারি দিয়ে শুরু করেন সুবহানা মুস্তারি। কিন্তু পঞ্চম বলে তিনি আউট হওয়ার সময় শেষ বলে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন হয় ২ রান। এমন সমীকরণ মাথায় নিয়ে ব্যাট করতে নেমে বাউন্ডারি হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন জ্যোতি।