শনিবার, ৫ জুলাই, ২০২৫, ২১ আষাঢ়, ১৪৩২, ৯ মহর্‌রম, ১৪৪৭

বিএনপি-জামায়াত তাণ্ডব-সহিংসতায় মেতে ওঠে যেভাবে

মুক্তি৭১ ডেস্ক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সমাবেশের নামে ফের ষড়যন্ত্র, তাণ্ডব ও সহিংসতায় মেতে উঠেছে বিএনপি-জামায়াত। শনিবার (২৮ অক্টোবর) তাদের হামলায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫০ জনেরও বেশি পুলিশ সদস্য। তাদের হামলা থেকে রেহাই পায়নি রোগী বহনকারী অ্যাম্বুলেন্সও।

বিএনপি ভুল রাজনীতি করছে মন্তব্য করে বিশ্লেষকরা বলছেন, ‘তারা খোলস ছেড়ে বেরিয়ে এসেছে। আসন্ন জাতীয় নির্বাচন ভন্ডুল করতে তারা সহিংসতার আশ্রয় নিচ্ছে। সংঘাতে জড়িয়ে বিএনপি বিপজ্জনক পথে অগ্রসর হচ্ছে। ২০১২, ২০১৩ ও ২০১৪ সালেও তারা এমন সংঘর্ষে জড়িয়েছিল। তখন রাজশাহীতে পিটিয়ে পুলিশ হত্যা করেছিল বিএনপি-জামায়াত।’

পুলিশ সদস্য নিহত
রাজধানীর ফকিরাপুল চার রাস্তার মোড়ে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের হামলার শিকার হয়ে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। তার নাম পারভেজ। বাড়ি মানিকগঞ্জের দৌলতপুরে। শনিবার বিকেল ৪টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে সোয়া ৪টায় মৃত ঘোষণা করেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোহাম্মদ আলাউদ্দিন।

তিনি বলেন, ‘মৃত অবস্থায়ই ওই পুলিশ সদস্যকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তার মাথায় গুরুতর আঘাত রয়েছে। আমরা ইসিজি করার পর নিশ্চিত হয়ে তাকে মৃত ঘোষণা করেছি।’

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) কে এন রায় জানান, সংঘর্ষের মধ্যে আহত প্রায় অর্ধশত পুলিশ সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, বিএনপির হামলায় রাজারবাগ পুলিশ হাসপাতালে ২২ জন এবং ঢামেক হাসপাতালে ১৯ জন আহত পুলিশ সদস্য চিকিৎসাধীন।

প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশ বক্সে আগুন
রাজধানীর নয়া পল্টনে সমাবেশ উপলক্ষে কাকরাইলে আসা বিএনপি কর্মীরা প্রধান বিচারপতির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ এবং বাসভবনে ইটপাটকেল নিক্ষেপ করেছে। এ ছাড়া কাকরাইল পুলিশ বক্সেও আগুন দিয়েছে তারা।

প্রধান বিচারপতির বাসভবনের নিরাপত্তায় নিয়োজিত নুরুজ্জামান নামে একজন পুলিশ কনস্টেবল বলেন, বাইরের গার্ড রুমের দরজা ও জানালার কাচ এবং প্রধান বিচারপতির নামফলকের কাচ ভাঙচুর করেছে হামলাকারীরা। এ সময় কাকরাইল চার্চের সামনের পুলিশ বক্সও পুড়িয়ে দেয়া হয়েছে।

বিজয়নগরে বাসে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের ভবনে
রাজধানীর বিজয়নগরে একটি বাসে আগুন দিয়েছে বিএনপি-জামায়াতের কর্মীরা। শনিবার বিকেলে নাইটিঙ্গেল মোড়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন দেয় তারা।

ঘটনাস্থল থেকে পাঠানো ভিডিওতে দেখা গেছে, আগুনে দাউ দাউ করে জ্বলছে যাত্রীবাহী এশিয়া লাইন পরিবহনের বাসটি। সেখান থেকে পাশের ভবনেও ছড়িয়ে পড়ছে আগুন। উপরের বৈদ্যুতিক তার পর্যন্ত আগুন পৌঁছে যাওয়ায় পাশের খুঁটিতে বিস্ফোরণ হতে দেখা যায়।

বাসটির পাশেই রাস্তায় বসে কাঁদতে কাঁদতে চালক মনির হোসেন জানান, আজ তার বাসে পুলিশ সদস্যদের আনা-নেয়া করছিলেন। একদল পুলিশ সদস্যকে নিয়ে বিকেল ৫টায় তিনি এখানে আসেন। পুলিশ সদস্যরা নেমে যাওয়ার কিছুক্ষণ পরই বাসে আগুন দেয়া হয়।

এর আগে কাকরাইল, ফকিরাপুলসহ আশপাশের বিভিন্ন জায়গায় পুলিশের ওপর ব্যাপক হামলা চালায় বিএনপি-জামায়াত কর্মীরা। রাজারবাগ পুলিশ হাসপাতালে আগুন দেয় তারা।

রাজারবাগ পুলিশ হাসপাতালে অ্যাম্বুলেন্সসহ সাত গাড়িতে আগুন
রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতাল চত্বরে ঢুকে সাতটি গাড়ি আগুনে পুড়িয়ে দিয়েছে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। এর মধ্যে একটি অ্যাম্বুলেন্স, একটি মাইক্রোবাস ও পাঁচটি মোটরসাইকেল রয়েছে।

শনিবার বিকেল ৩টার দিকে হাসপাতাল চত্বরে ঢুকে গাড়িগুলোতে আগুন দেয়া হয়। এ সময় হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘণ্টাখানেক পর পরিবেশ শান্ত হয়।

পুলিশ লাইনস হাসপাতাল থেকে কয়েক মিনিটের দূরত্বে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুরে বিএনপির সমাবেশ ছিল। এ উপলক্ষে সেখানে বিপুল সংখ্যক নেতাকর্মীও সমবেত হয়েছিল। কিন্তু দুপুরের দিকে সহিংসতায় মেতে ওঠে তারা। এতে তাদের সমাবেশ পণ্ড হয়ে যায়।

সাংবাদিকরা বিএনপি-জামায়াতের হামলার প্রধান শিকার
শান্তিপূর্ণ সমাবেশের ডাক দিয়ে রাজধানীতে রীতিমতো তাণ্ডব চালিয়েছে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। পুলিশের ওপর হামলা, সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ, সাংবাদিকদের ব্যাপক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি ও জামায়াতের বিরুদ্ধে। তাদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৪১ সদস্যসহ বিভিন্ন গণমাধ্যমের অন্তত ২০ থেকে ২৫ জন সাংবাদিক আহত হয়েছেন।

ঘোষণা ছিল শান্তিপূর্ণ সমাবেশের। লোক সমাগম হওয়ার কথা শনিবার দুপুর ২টা থেকে। কিন্তু নির্ধারিত সময়ের অনেক আগে থেকেই বিভিন্ন প্রান্ত থেকে আসতে থাকে বিএনপির নেতাকর্মীরা। তাদের হাতে ছিল লাঠি। কাকরাইল মোড়ে তারা শুরু করে গাড়ি ভাঙচুর।

একটি বাস ও কয়েকটি পিকআপে করে আসা আওয়ামী লীগ নেতাকর্মীরা কাকরাইলে নেমে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় বিএনপির সমাবেশ থেকে আওয়ামী লীগের এক কর্মীকে লাঠি দিয়ে আঘাত করা হয়। পরে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। পরে বিএনপি নেতাকর্মীরা গাড়ি ভাঙচুর শুরু করে।

একপর্যায়ে কাকরাইল এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। আগুন দেয়া হয় পুলিশ বক্সে। এমনকি এ সময় প্রধান বিচারপতির বাসভবনে ঢিল ছুড়তে দেখা যায় বিএনপি নেতাকর্মীদের। বাদ যায়নি গণমাধ্যমের গাড়িও। সময় টিভির গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন দেয়া হয়।

বিএনপি-জামায়াতের হামলায় আহত সাংবাদিকরা হলেন: নিউ এইজের আহমেদ ফয়েজ, বাংলা ট্রিবিউনের প্রধান প্রতিবেদক সালমান তারেক শাকিল, ফটো সাংবাদিক সাজ্জাদ হোসেন ও নিজস্ব প্রতিবেদক জোবায়ের আহমেদ, দৈনিক কালবেলার প্রতিবেদক রাফসান জানি, আবু সালেহ মুসা, রবিউল ইসলাম রুবেল এবং তৌহিদুল ইসলাম তারেক, ঢাকা টাইমসের প্রতিবেদক সালেকিন তারিন, ব্রেকিং নিউজের ক্রাইম রিপোর্টার কাজী ইহসান বিন দিদার, দৈনিক ইনকিলাবের ফটো সাংবাদিক এফ এ মাসুম, দৈনিক ইত্তেফাকের মাল্টিমিডিয়ার রিপোর্টার তানভীর আহাম্মেদ, একুশে টিভির রিপোর্টার তৌহিদুর রহমান ও ক্যামেরাপারসন আরিফুর রহমান, দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সাংবাদিক আরিফুর রহমান রাব্বি, ইত্তেফাকের সাংবাদিক শেখ নাছের ও ফ্রিল্যান্সার মারুফ, ভোরের কাগজের ফটো সাংবাদিক মো. মাসুদ পারভেজ আনিস, নুরুজ্জামান শাহাদাৎ ও ক্যামেরাপারসন আরিফুল ইসলাম পনি।

রাফসানের সঙ্গে থাকা কালবেলার জ্যেষ্ঠ প্রতিবেদক রাজন ভট্টাচার্য জানান, কাকরাইল মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ চলাকালে ভিডিও ফুটেজ নিচ্ছিলেন সাংবাদিক রাফসান জানি। পুলিশের ওপর হামলার এই ফুটেজ সংগ্রহকালে বিএনপির কর্মীরা রাফসানের ওপর হামলা চালায়।

তিনি আরও বলেন, এ সময় রাফসানের গলায় কালবেলার আইডিকার্ড ঝোলানো থাকলেও তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। হামলায় তার সারা শরীর ক্ষতবিক্ষত হয়েছে। এছাড়া তার মোবাইল ফোনটিও ছিনিয়ে নেয় হামলাকারীরা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আলবিদা ২০২৪

২০০৭ সালে মুক্তি পাওয়া লাইফ ইন এ মেট্রো ছবির আলবিদা শিরোনামের গানের লাইন এটি। (উল্লেখ্য বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী জেমসের গাওয়া)। সত্যিই তো আর মাত্র

বিস্তারিত »

‘দিনের পর দিন অনির্বাচিত সরকারের হাতে দেশ চলতে পারে না’

সংস্কারের কারণে দিনের পর দিন অনির্বাচিত সরকারের হাতে দেশ চলতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৮ ডিসেম্বর) জাতীয়

বিস্তারিত »

সচিবালয়ে প্রবেশ: সাময়িক অসুবিধায় দুঃখ প্রকাশ করে সাংবাদিকদের সহযোগিতা চায় সরকার

সচিবালয়ে প্রবেশ ইস্যুতে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছে সরকার। শনিবার (২৮ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ভয়াবহ

বিস্তারিত »

হাসিনা ও রেহানার ব্যাংক হিসাব তলব

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানার ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সেই সঙ্গে

বিস্তারিত »

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৮ কোটি ২১ লাখ টাকা

কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলেছে ৮ কোটি ২১ লাখ ৩৪ হাজার ৩০৪ টাকা। শনিবার দিনভর গণনা শেষে এ হিসাব পাওয়া গেছে। পাগলা মসজিদের দানবাক্স

বিস্তারিত »

মামলার প্রস্তুতি নিচ্ছেন নিহত আইনজীবী সাইফুলের বাবা

চট্টগ্রাম আদালত এলাকায় ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের সমর্থকদের হামলায় নিহত আইনজীবীর বাবা হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন। আজকে অথবা আগামী কালের মধ্যে

বিস্তারিত »

টেকনাফে আবারও অপহরণ, এখনও নিখোঁজ ৩ শ্রমিক

কক্সবাজারের টেকনাফে অস্ত্রের মুখে অপহরণ করা ছয় শ্রমিকের মধ্যে তিন জনকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে বাকিরা এখনও নিখোঁজ। আজ শনিবার সকাল সাড়ে ৮ টারে দিকে

বিস্তারিত »

সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত

সাগরে সৃষ্ট নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘ফিনজালে’ পরিণত হয়েছে। এটি শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যার দিকে ভারতের তামিলনাড়ু উপকূল অতিক্রম করতে পারে। সাগর উত্তাল থাকায়

বিস্তারিত »

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবরোধ

গাজীপুরের কালিয়াকৈরে একটি পোশাক কারখানার শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ৯টা থেকে এ রিপোর্ট

বিস্তারিত »