হরতালের প্রতিবাদে ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।
শনিবার (২৮ অক্টোবর) রাতে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
এতে বলা হয়, বিএনপি-জামায়াত অপশক্তির হরতালের নামে সন্ত্রাস-নৈরাজ্য-হত্যার বিরুদ্ধে রোববার (২৯ অক্টোবর) ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে বাংলাদেশ ছাত্রলীগ। ওইদিন দুপুর সাড়ে ১টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য পর্যন্ত এই বিক্ষোভ মিছিল হবে।
বিজ্ঞপ্তিতে একই সময়ে ছাত্রলীগের সব সাংগঠনিক ইউনিটকে বিক্ষোভ কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে।