বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৩১ আশ্বিন, ১৪৩২, ২৩ রবিউস সানি, ১৪৪৭

বঙ্গবন্ধু টানেল বিশ্বের বিস্ময়

মাহতাব উদ্দিন চৌধুরী

ছোটবেলায় পড়েছিলাম লন্ডনের টেমস নদীর তীরে টানেল রয়েছে, যেটি আজ বাংলাদেশে বাস্তবে রূপান্তর হচ্ছে। সেটাও দক্ষিণ এশিয়ায় সর্বপ্রথম বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে। এটা বিশ্বের বিস্ময়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটাকে নির্মাণ করে চট্টগ্রামকে অনন্যভাবে মূল্যায়ন করেছেন। বন্দরনগরী চট্টগ্রামে টানেল নির্মাণ করে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু কন্যা অসাধারণ নজির স্থাপন করেছেন।

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ করে জননেত্রী শেখ হাসিনা চট্টগ্রামবাসীর প্রতি তাঁর ভালোবাসা ও সহানুভূতির প্রকাশ ঘটিয়েছেন। এক জনসভায় শেখ হাসিনা নিজেই বলেছেন চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব আমি নিজ কাঁধে নিয়েছি। তাই চট্টগ্রামকে তিনি দরদ দিয়ে ভালবাসেন এবং তাঁর ভালোবাসা স্বরূপ তিনি চট্টগ্রামে টানেল নির্মাণ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই অনুভূতির জন্য আমি অত্যন্ত আনন্দিত।

বঙ্গবন্ধু টানেল নির্মাণের ফলে চট্টগ্রামের দক্ষিণ অঞ্চলে কারখানা গড়ে উঠবে। ফলে ওই সব শিল্প প্রতিষ্ঠানে লক্ষ লক্ষ লোকের কর্মসংস্থান হবে। চট্টগ্রামে বেকারত্বের হার কমবে, কারণ এতদঞ্চলের অভূতপূর্ব উন্নয়ন সাধিত হবে। এছাড়া আনোয়ারা, বাঁশখালী ও কক্সবাজার এলাকায় মৎস্য ব্যবসার ক্ষেত্রে যুগোপযোগী পরিবর্তন সাধিত হবে।

চট্টগ্রামে বঙ্গবন্ধু নামে টানেল নির্মাণ করে মাননীয় প্রধানমন্ত্রী যে উদারতা দেখিয়েছেন তার কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার জানা নাই। জাতির জনক বঙ্গবন্ধু ও আমার পিতা জহুর আহমদ চৌধুরী ছিলেন রাজনৈতিক সহকর্মী। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও ৬ দফা প্রতিষ্ঠায় আমার পিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। বঙ্গবন্ধু যখন ঘোষণা করেছিলেন ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ এবং আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গঠনের নির্দেশ দেন, তখন আমার পিতা জহুর আহমদ চৌধুরীর নেতৃত্বে চট্টগ্রামে সংগ্রাম পরিষদ গঠিত হয়েছিলো। এরপর ২৬ মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করে সেটি দেশে-বিদেশে প্রচারের জন্য জহুর আহমদ চৌধুরী কাছে পাঠিয়েছিলেন। তিনি তা প্রতি অক্ষরে অক্ষরে পালন করেছেন।

চট্টগ্রামের প্রতি জাতির জনকের যে অভূতপূর্ব ভালোবাসা ছিল, শেখ হাসিনাও সেই ভালোবাসা স্বরূপ দক্ষিণ এশিয়ার সর্বপ্রথম টানেল চট্টগ্রামেই নির্মাণ করেছেন। শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানাবার

ভাষা আমার জানা নাই। আমি মনে করি যতদিন চট্টগ্রামের মানুষ বেঁচে থাকবে ততদিন শেখ হাসিনাকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে।
শেখ হাসিনা সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। জয় বাংলা জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ দীর্ঘজীবী হউক।

মাহতাব উদ্দিন চৌধুরী : সভাপতি, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের কন্যাশিশু ভবিষ্যতের নোবেল বিজয়ী

একসময় কন্যা শিশুকে পরিবারে বোঝা মনে করা হতো। কন্যা শিশু জন্ম নিলে মানুষের মুখে ফুটে উঠতো অসন্তুষ্টি। তবে সময়ের সঙ্গে এই কন্যাশিশুরাই বড় হয়ে নিজ

বিস্তারিত »

মাছ-মাংসের বাজারে অদৃশ্য সিন্ডিকেট, মধ্যবিত্তের হাঁসফাঁস

রাজধানীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারে প্রতিদিনই বাড়ছে জিনিসপত্রের দাম। কোনো এক পণ্যের দাম কিছুটা কমলেই, সঙ্গে সঙ্গেই বেড়ে যায় অন্যটির। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনে মাছ-মুরগির

বিস্তারিত »

ছাবের ভাই নেই : চট্টগ্রামের রাজনৈতিক গগনের দেদীপ্যমান সূর্য ডুবে গেল

গতকাল বিকেল ৪ টার দিকে নগরীর গোলপাহাড়স্থ রয়েল হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সেখানেই চিকিৎসাধীন ছিলেন। ছাবের ভাই দীর্ঘদিন থেকে গুরুতর রোগে

বিস্তারিত »

রাউজানে বাসচাপায় হেফাজত নেতার মৃত্যু, প্রতিবাদে সড়ক অবরোধ হাটহাজারীতে

চট্টগ্রামের রাউজান উপজেলায় সড়ক দুর্ঘটনায় মাওলানা সোহেল চৌধুরী (৫০) নামে হেফাজতে ইসলাম বাংলাদেশের এক কেন্দ্রীয় নেতা নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে সংগঠনের নেতাকর্মীরা বুধবার (৮

বিস্তারিত »

কাতারকে যে কোনো মূল্যে রক্ষার আদেশ ট্রাম্পের, কী প্রভাব পড়বে মধ্যপ্রাচ্যে?

বিবৃতিতে বলা হয়েছে, ওয়াশিংটন ক্ষুদ্র জ্বালানি-সমৃদ্ধ এই দেশটির ওপর যেকোনো সশস্ত্র আক্রমণকে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হিসেবে দেখবে। যুক্তরাষ্ট্র কাতার রাষ্ট্রের স্বার্থ রক্ষা এবং শান্তি

বিস্তারিত »

‘ভারত যদি স্বৈরাচারকে আশ্রয় দিয়ে দেশের মানুষের বিরাগভাজন হয়, আমাদের কিছু করার নাই’

সাক্ষাৎকারটি নিয়েছেন বিবিসি বাংলার সম্পাদক মীর সাব্বির ও বিবিসি বাংলার সিনিয়র সাংবাদিক কাদির কল্লোল। তারেক রহমান লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এই সাক্ষাৎকার দেন। দুই

বিস্তারিত »

সিলেটে ‘উদয়ন এক্সপ্রেস’ লাইনচ্যুত, সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

সিলেটের মোগলাবাজারে ‘উদয়ন এক্সপ্রেস’ লাইনচ্যুত হয়েছে; তাতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সিলেট রেল স্টেশনের

বিস্তারিত »

মেতেছে চট্টগ্রাম ফানুস উৎসবে

কোনোটাতে আবার বৌদ্ধ যুব সংগঠনের নাম। এ রকম নানা থিমের, বৈচিত্র্যময় নকশার ফানুস উড়েছে নন্দনকানন ডিসি হিল সংলগ্ন বৌদ্ধ মন্দির থেকে। ফানুসের আলোতে রঙিন হয়ে

বিস্তারিত »

ইসির একার পক্ষে নির্বাচন সামাল দেওয়া সম্ভব হবে না : সিইসি

জাতীয় নির্বাচন, জাতীয়ভাবেই করতে হবে। ইসির একার পক্ষে সবকিছু সামাল দেওয়া সম্ভব হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বিস্তারিত »