শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ২৭ অগ্রহায়ণ, ১৪৩২, ২০ জমাদিউস সানি, ১৪৪৭

কেন্দ্রীয় সভাপতি সাদ্দামকে সুজনের ফোন

চবি ছাত্রলীগের লাগাম টেনে ধরা সময়ের দাবি

মুক্তি ৭১ ডেস্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের লাগাম টেনে ধরা সময়ের দাবি বলে মত প্রকাশ করেছেন সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকালে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এর মুঠোফোনে যোগাযোগ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান তিনি।

সুজন বলেন, বাংলাদেশ ছাত্রলীগের রয়েছে গৌরবোজ্জ্বল ভূমিকা। ’৫২-র ভাষা আন্দোলন, ’৫৪-র যুক্তফ্রন্ট নির্বাচন, ’৬২-র শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলন, ’৬৬-র ঐতিহাসিক ৬ দফা ও ১১ দফা, ’৬৯-এর গণঅভ্যুত্থান, ’৭০-এর নির্বাচন এবং ৭১-এর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়েছে বাংলাদেশ ছাত্রলীগের হাত ধরেই। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি যে, ছাত্রলীগের সে গৌরবময় ইতিহাসকে ভূলুণ্ঠিত করছে কতিপয় ছাত্রনেতারা।

কারণে-অকারণে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কয়দিন পর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে বিষাক্ত করে তুলছে তারা। বছরের পর বছর ধরে পড়ালেখার নামে ক্যাম্পাসে অবস্থান করে ক্যাম্পাসকে তাদের স্বার্থ হাসিলের ঠিকানা হিসেবে পরিণত করেছে। তাদের এহেন আচরণে দল ও সরকার চরমভাবে বিব্রত। তাদের এসব সংঘর্ষের সাথে সাধারণ ছাত্রদের কোন সম্পর্ক নেই। মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই তাদের এসব সংঘাত ও সংঘর্ষ বলে মনে করেন চবি’র সাবেক এই শিক্ষার্থী।

এর ফলে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট হওয়ার পাশাপাশি শিক্ষার্থীরা সেশন জটে পড়ছে। এসব ছাত্র নামধারী সন্ত্রাসীদের সাথে বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষকসহ বিভিন্ন স্বার্থান্বেষী মহল জড়িত। নচেৎ ছাত্র না হয়েও বছরের পর বছর কিভাবে ক্যাম্পাসে তারা আধিপত্য বিস্তার করছে সে প্রশ্নও রাখেন তিনি।

তিনি বলেন, কিছু সংখ্যক ছাত্র নামধারী সন্ত্রাসী চক্র ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে তা কোনভাবেই মেনে নেয়া যায় না। ব্যক্তিগত ফায়দা হাসিলের জন্য তারা সর্বদা ক্যাম্পাস এবং সংগঠনকে ব্যবহার করছে। এসব কর্মকাণ্ডের সাথে সংগঠনের বিন্দুমাত্র সম্পর্ক না থাকলেও সংগঠনকে কলুষিত করছে তারা। তাদের এহেন কর্মকাণ্ডে সাধারণ শিক্ষার্থীরা সর্বদা আতংকের মধ্যে থাকেন। অভিভাবকগণ সন্তানদের জন্য উদ্বেগ-উৎকণ্ঠায় থাকেন সারাক্ষণ। অথচ এমন হওয়ার তো কথা ছিল না?

খোরশেদ আলম সুজন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষ্যে সবসময় দিকনির্দেশনা দিয়ে থাকেন। শিক্ষা প্রতিষ্ঠানের বরাদ্দ অতীতের যে কোন সরকারের তুলনায় অনেকাংশে বৃদ্ধি করা হয়েছে। শিক্ষার্থীদের আবাসন সমস্যা নিরসন, আধুনিক জ্ঞান-বিজ্ঞানের সাথে শিক্ষার্থীদের সমন্বয় ঘটানো, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বৃদ্ধিসহ যখন যা প্রয়োজন তা-ই করছে বর্তমান সরকার। কিন্তু সরকারের এতোসব গ্রহণযোগ্য কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করছে এসব নামসর্বস্ব ছাত্রনেতারা। তাই এদের লাগাম টেনে ধরা এখন সময়ের দাবীতে পরিণত হয়েছে।

চবির সাবেক সভাপতি সুজন আগামী নির্বাচন পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সকল কর্মকাণ্ড স্থগিত রাখার আহবান জানান। পাশাপাশি এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যারাই জড়িত থাকবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিও আহবান জানান।

সুজন আরো বলেন, বাংলাদেশ ছাত্রলীগ সবসময় অত্যাচারী সরকারের খড়গের নিচে থেকে তাদের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করেছে। বিভিন্ন স্বৈরাচারী সরকারের আমলে ছাত্রলীগের অগনিত নেতা-কর্মী মামলা-হামলার শিকার হয়েছে, পঙ্গু হয়েছে, জীবন দিয়েছে কিন্তু কোনদিনও কোন প্রকার অনৈতিক কর্মকাণ্ডের সাথে আপোষ করেনি বলে যোগ করেন খোরশেদ আলম সুজন।

কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন অত্যন্ত আন্তরিকতার সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা সুজনের সাথে কথা বলেন। তিনি সুজনের উত্থাপিত বক্তব্যের সাথে সহমত পোষণ করেন। সাদ্দাম বলেন, বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি নেতা-কর্মীর হৃদয়ে বঙ্গবন্ধুকে লালন পালন করতে হবে। ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মেধা ও মননের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সর্বস্তরের নেতা-কর্মীকে সেভাবে তৈরী হতে হবে। এর বাহিরে যাওয়ার কোন সুযোগ নেই।

তিনি বলেন, বাংলাদেশ ছাত্রলীগ সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছে। ক্যাম্পাসগুলোতে একসময়ের অস্ত্রের ঝনঝনানি, টেন্ডারবাজি, ভর্তি বাণিজ্যসহ নানা অপতৎপরতার বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগ সদা সর্বদা কাজ করে যাচ্ছে। এখানে পড়ালেখার পরিবেশ বিনষ্ট করা সুযোগ কারো নেই। যেখানেই শিক্ষা বহির্ভূত কর্মকাণ্ড কিংবা সন্ত্রাসী ঘটনা ঘটবে বাংলাদেশ ছাত্রলীগ তাদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত গ্রহণ করবে।

সেই সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঘটে যাওয়া সংঘর্ষের ঘটনা গভীরভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ ছাত্রলীগ। সংগঠনের নাম ভাঙিয়ে এখানে কেউ কোন অপরাধ করে পার পাবে না। যারাই এসব অপকর্মের সাথে যুক্ত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

সত্যি প্রেমে পড়েছেন শুভ-ঐশী

চিত্রনায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশী এবং নায়ক আরিফিন শুভ-দুজনেই ব্যক্তিজীবনে যথেষ্ট আড়ালপ্রিয়। কাজ ছাড়া তাদের খুব একটা দেখা মেলে না। সোশ্যাল হ্যান্ডেলেও একেবারে সীমিত উপস্থিতি। তবু

বিস্তারিত »

অমুসলিম বিদেশি কর্মী ও কূটনীতিকদের জন্য নতুন দুটি নতুন মদের দোকান খোলার পরিকল্পনা করছে সৌদি আরব। এর মধ্যে একটি স্টোর রাষ্ট্রীয় তেল জায়ান্ট আরামকোতে কর্মরত

বিস্তারিত »

হঠাৎ বেড়েছে শীতের সবজির দাম

মাত্র তিন-চার সপ্তাহ আগেই শীতকালীন সবজির আগাম সরবরাহে দাম কমেছিল রাজধানী ঢাকার বাজারগুলোতে। এরপর অনেকটাই নাগালে চলে আসে সবজির দাম। এমনকি গত সপ্তাহেও দামে স্বস্তি

বিস্তারিত »

ভুটানের প্রধানমন্ত্রী ঢাকা ছাড়লেন

দুইদিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ছাড়লেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে ভুটানের প্রধানমন্ত্রী তোবগে ২২ থেকে ২৪

বিস্তারিত »

ঢাকা সফরে কানাডার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডেপুটি মিনিস্টার সারা

কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্স বিভাগের আন্তর্জাতিক বাণিজ্যের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডেপুটি মিনিস্টার ও প্রধান বাণিজ্য কমিশনার সারা উইলশ প্রথমবারের মতো সরকারি সফরে ঢাকায় এসেছেন। সফরে তিনি অর্থনৈতিক

বিস্তারিত »

এস এম ইউসুফ: অনলবর্ষী বক্তা, প্রতিভাবান তেজস্বী রাজনীতিবিদ

এস এম ইউসুফ একজন অসাধারণ প্রতিভাধর রাজনীতিবিদ ছিলেন। ছেচল্লিশে পটিয়ার একটি গ্রাম থেকে উদ্ভূত হয়ে তাঁর আলোকসামান্য প্রতিভা প্রথমে চট্টগ্রাম, তারপর বাংলাদেশকে আবিষ্ট করে ফেলেছিলো।

বিস্তারিত »

সংকট তৈরি করা হয়েছে: মির্জা ফখরুল

দেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে একটা সংকট তৈরি করা হয়েছে, সেটা অপ্রয়োজনীয় সংকট। সেটার কোনো প্রয়োজন ছিল না।

বিস্তারিত »

আজ শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায়ের জানানো হবে

জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় কবে ঘোষণা করা হবে, সেই তারিখ জানা যাবে আজ। আজ (১৩ নভেম্বর)

বিস্তারিত »

গুলশান-বনানীতে নির্বাচনী হাওয়া

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণার আগেই রাজধানীর অভিজাত এলাকা-গুলশান, বনানী, ভাষানটেক ও ক্যান্টনমেন্টজুড়ে নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়েছে।

বিস্তারিত »