চট্টগ্রাম নগরের আকবর শাহ থানা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুব্রত দত্ত (২০) নামে এক তরুণ নিহত হয়েছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে থানার লতিফপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুব্রত দত্ত লতিফপুরের পাশে মহাজন বাড়ির কৃষ্ণ দত্তের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, সোমবার রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত এক যুবককে হাসপাতালে আনা হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।