সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ২৯ পৌষ, ১৪৩১, ১২ রজব, ১৪৪৬

‘নাম-ছবি প্রকাশ করে তহসিল অফিসের দুর্নীতিবাজদের প্রতিরোধ করা হবে’

মুক্তি ৭১ ডেস্ক

তহসিল অফিসের কতিপয় দালাল এবং দুর্নীতিবাজ চক্রের কারণে জনগণের ভোগান্তি হচ্ছে বলে মত প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর ১৪ দলের সমন্বয়ক এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন।

রবিবার (১৭ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে উক্ত অভিমত প্রকাশ করেন তিনি।

সুজন বলেন, জনগণের দোরগোড়ায় নির্ঝঞ্ঝাটভাবে ভূমি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার। নতুন নতুন আইন প্রণয়নের মাধ্যমে ভূমি সেবা সহজতর করার লক্ষ্যে কাজ করছে ভূমি মন্ত্রণালয়। ভূমিমন্ত্রী বিভিন্ন ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছেন।

এতোসব উদ্যোগের পরেও অত্যন্ত দুঃখজনকভাবে দেখা যাচ্ছে যে, তহসিল অফিসের এক শ্রেণীর দালাল এবং দুর্নীতিবাজ চক্রের কারণে জনগণ সরকার কর্তৃক গৃহীত সেসব সুযোগ প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে। দেখা যাচ্ছে যে, অংশনামা কিংবা গোলাভাগের মামলার কারণে খতিয়ান সম্পন্ন করা হয়নি। সেক্ষেত্রে ভূমি অফিসে খাজনা পরিশোধ করা যাচ্ছে না। এসব অজুহাতকে কেন্দ্র করে আবার মোটা অংকের উৎকোচ দাবি করা হচ্ছে।

খাজনা পরিশোধ করতে না পারার ফলে সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। অন্যদিকে ভূমির মালিকরা চরম ভোগান্তিতে পড়ছেন। এছাড়া নিয়মমাফিক কাজ করতে গেলেও প্রতি পদে পদে হেনস্তা হতে হয় ভূমির মালিককে। ফলত এক সময় বাধ্য হয়ে দালাল কিংবা দুর্নীতিবাজ চক্রের দারস্থ হতে হয়। নিয়মমাফিকভাবে একটি নামজারি দাখিল করা হলে বারবার প্রত্যাখ্যাত হয়, পরবর্তীতে বাধ্য হয়ে বকশিশের বিনিময়ে নামজারি সমাধান করতে হয়। নামজারি ও খাজনা ডিজিটাল হলেও ঘুষ বাণিজ্য বন্ধ করা যায়নি বলে অভিযোগ ভূমি মালিকদের।

নগরীর বিভিন্ন ভূমি অফিসে বিভিন্নভাবে জনগণকে অযথা হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। এসব অফিসে খাজনা আদায়, নামজারি, জমির শ্রেণী পরিবর্তনসহ বিভিন্ন সেবা পাওয়ার ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে জটিলতা সৃষ্টি করা হচ্ছে। কর্তৃপক্ষের অবহেলা, জটিলতা ও দুর্নীতিপরায়ণ মানসিকতার কারণে জনসম্পৃক্ত এই খাতটির ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে অভিমত সচেতন মহলের।

তাছাড়া বছরের পর বছর একই স্থানে চাকরির সুবাদে তাদেরকে ঘিরে একটি শক্তিশালী দুর্নীতিবাজ চক্র গড়ে উঠেছে।বিভিন্ন ভূমি অফিসের এসব দুর্নীতিবাজ চক্রের কারণে জনগণ এক প্রকার অসহায় হয়ে পড়েছে। এতে করে সরকারের সুনাম নষ্ট হচ্ছে। সরকারের জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বাঁধার প্রাচীর হয়ে দাঁড়িয়েছে এসব দুর্নীতিবাজ দুষ্টু চক্র।

অন্যদিকে দুর্নীতি করে এসব চক্রের রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যাচ্ছে। সরকারকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার এসব দুষ্টু চক্রকে খুঁজে বের করতে হবে বলেও মত প্রকাশ করেন নগর আওয়ামী লীগের এই সহ-সভাপতি। তিনি জনগণকে এসব দুর্নীতিবাজ চক্র থেকে সতর্ক থাকার আহবান জানান।

এসব দুর্নীতিবাজ চক্রের খবর প্রয়োজনে জেলা প্রশাসন, দুদক এবং নাগরিক উদ্যোগকে জানানোর অনুরোধ জানান তিনি। নাগরিক উদ্যোগ এসব দুর্নীতিবাজদের নাম ও ছবি প্রকাশ করে এদেরকে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলবেন বলে জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

ওসিকে ‘মারধর’: চট্টগ্রামের ৩ আনসার, এক পুলিশ কর্মকর্তাকে সরানো হল

চট্টগ্রামে পুলিশ কর্মকর্তাকে মারধরের ঘটনার পর তিন আনসার ও এক পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। গত সোমবার নগরীর ফয়’স লেক এলাকায় ৩১ আনসার

বিস্তারিত »

আলবিদা ২০২৪

২০০৭ সালে মুক্তি পাওয়া লাইফ ইন এ মেট্রো ছবির আলবিদা শিরোনামের গানের লাইন এটি। (উল্লেখ্য বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী জেমসের গাওয়া)। সত্যিই তো আর মাত্র

বিস্তারিত »

‘দিনের পর দিন অনির্বাচিত সরকারের হাতে দেশ চলতে পারে না’

সংস্কারের কারণে দিনের পর দিন অনির্বাচিত সরকারের হাতে দেশ চলতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৮ ডিসেম্বর) জাতীয়

বিস্তারিত »

সচিবালয়ে প্রবেশ: সাময়িক অসুবিধায় দুঃখ প্রকাশ করে সাংবাদিকদের সহযোগিতা চায় সরকার

সচিবালয়ে প্রবেশ ইস্যুতে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছে সরকার। শনিবার (২৮ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ভয়াবহ

বিস্তারিত »

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৮ কোটি ২১ লাখ টাকা

কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলেছে ৮ কোটি ২১ লাখ ৩৪ হাজার ৩০৪ টাকা। শনিবার দিনভর গণনা শেষে এ হিসাব পাওয়া গেছে। পাগলা মসজিদের দানবাক্স

বিস্তারিত »

টেকনাফে আবারও অপহরণ, এখনও নিখোঁজ ৩ শ্রমিক

কক্সবাজারের টেকনাফে অস্ত্রের মুখে অপহরণ করা ছয় শ্রমিকের মধ্যে তিন জনকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে বাকিরা এখনও নিখোঁজ। আজ শনিবার সকাল সাড়ে ৮ টারে দিকে

বিস্তারিত »

২১ আগস্ট গ্রেনেড হামলা, হাইকোর্টের রায় রবিবার

আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিল ও ডেথ রেফারেন্সের ওপর রবিবার (১ ডিসেম্বর) রায় ঘোষণা করবেন হাইকোর্ট। শনিবার (৩০ নভেম্বর) আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির

বিস্তারিত »

আইনজীবী হত্যায় ছাত্রলীগের দুজনসহ অংশ নেয় ১৫ জন

বন্দরনগরী চট্টগ্রামে আদালত এলাকায় রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় ধারালো অস্ত্র হাতে সরাসরি অংশ নেয় ১৫ জনের একটি দল। তাদের মধ্যে অন্তত দুইজন নিষিদ্ধ

বিস্তারিত »

চিন্ময়কাণ্ডে পুলিশের ৩ মামলা, আসামি ১৪৭৬

চট্টগ্রাম আদালত এলাকায় ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবি ঘিরে সংঘর্ষে পুলিশের ওপর হামলার ঘটনায় পৃথক তিনটি মামলা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায়

বিস্তারিত »