চট্টগ্রাম একাডেমি আয়োজিত প্রকাশনা উৎসবে বক্তারা বলেছেন, গোফরান উদ্দীন টিটু ছড়া সাহিত্যে ভূমিকা পালন করে যাচ্ছেন। তিনি স্বাচ্ছন্দ, বৈচিত্র্যময় ও অভিনব। তাঁর‘নির্বাচিত ছড়া’গ্রন্থে তিনি সেরা ছড়াগুলো অন্তর্ভুক্ত করেছেন। সমস্ত ছড়াগুলোতে নিজের সামর্থ্যকে তুলে ধরার প্রয়াস পেয়েছেন। শিশুর প্রতিদরদ, প্রয়াতদের প্রতি শ্রদ্ধা ও
প্রকৃতির প্রতি অনুরাগ ইত্যাদি বিষয় চমৎকারভাবে ফুটে উঠেছে লেখাগুলোতে। তাঁর গ্রন্থটি আমাদের বাংলাদেশের ছড়া সাহিত্যের প্রকাশনায় অনন্য সংযোজন।
শুক্রবার চট্টগ্রাম একাডেমির ফয়েজনুর নাহার মিলনায়তনে সাহিত্যিক ও সাংবাদিক রাশেদ রউফের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন প্রফেসর রীতা দত্ত, শিক্ষাবিদ বিমল কান্তি বড়ুয়া, কবি–ছড়া সাহিত্যিক সনজীব বড়ুয়া ও কবি–গীতিকার জসিম উদ্দিন খান। স্বাগত বক্তব্য দেন, একাডেমির পরিচালক জাহাঙ্গীর মিঞা।
প্রাবন্ধিক অধ্যাপক কাঞ্চনা চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম একাডেমির পরিচালক দীপক বড়ুয়া, গল্পকার সাংবাদিক বিপুল বড়ুয়া, সংগঠক এসএম আবদুল আজিজ, প্রাবন্ধিক রেজাউল করিম স্বপন, লেখক এসএম মোখলেসুর রহমান, অধ্যাপক বাসুদেব খাস্তগীর, গল্পকার ফারজানা রহমান শিমু, রাঙ্গুনিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ তরুণ কান্তি বড়ুয়া, সৃজনশীল প্রকাশক সমিতির সহ-সভাপতি রেহেনা চৌধুরী, অধ্যাপক বিচিত্রা সেন, প্রাবন্ধিক নিজামুল ইসলাম সরফী, শিশু সাহিত্যিক আকাশ আহমেদ, লেখক গৌতম কানুনগো, অধ্যাপক পিংকু দাশ, কবি রেহেনা মাহমুদ, গল্পকার শিপ্রাদাশ, কবি মর্জিনা আখতার, শিশু সাহিত্যিক লিটন কুমার চৌধুরী, কবি প্রদ্যোত কুমার বড়ুয়া, কবি হেলাল চৌধুরী, শিশু সাহিত্যিক সাংবাদিক ইসমাইল জসীম, কবি সিমলা চৌধুরী, কবি স্মরণিকা চৌধুরী, সাহিত্যিক অরূপ পালিত, কবি অরূপ কুমার বড়ুয়া, শিক্ষক নীহারেন্দু বড়ুয়া, শিশু সাহিত্যিক সুবর্ণা দাশ মুনমুন, কানিজ ফাতেমা লিমা, তানজিনা রাহী, জেবারুত সাফিনা, নীলিমা বড়ুয়া, বিপ্লব বড়ুয়া, অধ্যাপক জয়নাব আনোয়ার ফুলকি, নারীনেত্রী অধ্যাপক বিবি মরিয়ম, শিশু সাহিত্যিক সৈয়দা সেলিমা আক্তার, হাবিবুর রহমান তারেক, সাজেদুল আবেদীন, মাঈনুদ্দীন পারভেজ, ইবরাত আজম প্রমুখ।