মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক মন্ত্রী মরহুম জননেতা জহুর আহমদ চৌধুরীর সন্তান, নগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দিন চৌধুরীর ছোট ভাই ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমেদ সাদিতের চাচা মাইনুদ্দিন খালেদ চৌধুরী মৃত্যুবরণ করেছেন।
শুক্রবার (১৫ সেপ্টেস্বর) তিনি চট্টগ্রাম নগরের দামপাড়াস্থ নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওযা ইন্না ইলাইহির রাজিউন)
তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি মাহবুবুল হক সুমন ও সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার শোক প্রকাশ করেন। এসময় তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, মাইনুদ্দিন খালেদ চৌধুরী চট্টগ্রাম মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে সিটি কলেজ ছাত্র সংসদের এ,জি,এস হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি চট্টগ্রাম নগরের ১৫ নং বাগমনিরাম ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সদস্য ছিলেন। জনাব মঈনউদ্দীন চৌধুরী এ দেশের মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদ সাইফুদ্দিন খালেদ চৌধুরী ভাই।
-মুক্তি৭১/জেএ