চট্টগ্রামের মিরসরাইয়ে মো. নাজিম উদ্দিন (২৮) নামে এক ছাত্রদল নেতাকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। বুধবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ইছাখালী ইউনিয়নের পূর্ব ইছাখালী এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে।
আহত নাজিমকে উদ্ধার করে প্রথমে বারইয়ারহাট আল নূর হাসপাতালে ভর্তি করানো হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক)হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নাজিম উপজেলার ইছাখালী ইউনিয়নের ইসলামপুর গ্রামের আবুল বশরের পুত্র। তিনি নিজামপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহবায়কের (ভারপ্রাপ্ত) দায়িত্ব পালন করছেন।
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান জানান, বুধবার রাতে মিরসরাই সদরে ব্যক্তিগত কাজ শেষে বাড়ি ফেরার পথে ইছাখালী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক বাদশার নেতৃত্ব শাহাদাত, আশরাফ, শাকিব, ইকবাল, মাহিন, তুহিনসহ ১৫ থেকে ২০ জন পূর্ব ইছাখালী এলাকায় তার সিএনজির গতিরোধ করে নামিয়ে লোহার রড, লাঠি দিয়ে মেরে রক্তাক্ত করে। এসময় তাঁর সাথে থাকা ২০ হাজার টাকা, ব্যবহত মোবাইল সেট ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গেছে। পরে আশপাশের লোকজন ছুটে এলে তারা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বারইয়ারহাট আল নূর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে বৃহস্পতিবার সকালে চমেকে প্রেরণ করা হয়েছে।
এদিকে নাজিমের উপর হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন, উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, সদস্যসচিব গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌর বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজী, মিরসরাই পৌর বিএনপির আহবায়ক জাহিদ হুসাইন, ইছাখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মঞ্জুরুল হক মঞ্জু, সিনিয়র যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম চৌধুরী, মিরসরাই উপজেলা যুবদলের আহবায়ক কামাল উদ্দিন, জোরারগঞ্জ থানা যুবদলের আহবায়ক সিরাজুল ইসলাম ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান।
এ বিষয়ে ইছাখালী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াদ হোসেন বাদশা হামলায় নেতৃত্ব দেয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, ‘হামলার বিষয়ে আমি কিছুই জানি না। হয়তো তাদের মধ্যে দলীয় গ্রুপিংয়ের কারণে নাজিমের উপর হামলার ঘটনা ঘটতে পারে।’
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ডিউটি অফিসার (দায়িত্বরত কর্মকর্তা) এসআই সাজ্জাদ হোসেন বলেন, ‘ইছাখালীতে হামলার বিষয়ে অবগত নই। কেউ এ ব্যাপারে থানায় কোন অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।