শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২ ফাল্গুন, ১৪৩১, ১৫ শাবান, ১৪৪৬

পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে আসামিকে পিটিয়ে মারল জনতা

রাউজানের অপহৃত হৃদয়ের কঙ্কালের খণ্ডিত অংশ উদ্ধার

মুক্তি৭১ ডেস্ক

চট্টগ্রামের রাউজানে অপহৃত কলেজছাত্র শিবলি সাদিক হৃদয়ের কঙ্কালের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছে। প্রধান আসামির দেখানো স্থান কদলপুর ইউনিয়নের পূর্ব পাশের পার্বত্য রাঙামাটি জেলার কাউখালী উপজেলার রঙি পাহাড়ের চূড়া থেকে কঙ্কালের অংশবিশেষ পাওয়া যায়।

হৃদয় কদলপুর ইউনিয়নে মোহাম্মদ শফির পুত্র এবং কদলপুর স্কুল অ্যান্ড কলেজের ছাত্র। তিনি কদলপুরে একটি মুরগির খামারে ম্যানেজারের দায়িত্বে ছিলেন।

মুরগির খামারে চাকরি নেওয়া ছদ্মবেশী উপজাতি সন্ত্রাসীদের হাতে ১৩ দিন আগে অপহৃত হয়েছিলেন শিবলি সাদিক হৃদয় (১৯)।

তবে প্রধান আসামিকে বাঁচতে দেয়নি বিক্ষুব্ধ জনতা। লাশের খণ্ডিত অংশ নিয়ে ফেরার পথে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে উমংচিং মারমা নামে ওই আসামিকে পিটিয়ে হত্যা করেছে তারা।

জানা যায়, গতকাল সোমবার সকালে পুলিশ অপহরণ মামলার প্রধান আসামি উমংচিং মারমার (২৬) স্বীকারোক্তি অনুসারে তাকে নিয়ে ঘটনাস্থলে যায়। এ সময় আসামির বর্ণনা ও পুলিশ মামলার এজাহারে বর্ণিত হৃদয়ের পরনের কাপড়–চোপড় দেখে পুলিশ নিশ্চিত হয় সেগুলো খুন করে ফেলে যাওয়া হৃদয়ের কাপড়। তাকে খুন করা হয়েছিল দুর্গম পাহাড় চূড়ায় থাকা কলাবাগানোর ভেতর। পুলিশ সেখান থেকে একটি মাথার খুলি, পায়ের দুটি নলা, হাতের একটি নলা ও রশি উদ্ধার করে। অবশ্য সেখানে দেহের অন্যান্য অংশ ছিল না।

এদিকে গতকাল সকালে পুলিশ আসামিকে নিয়ে হৃদয়ের লাশ উদ্ধারে গেছে–এমন সংবাদ পেয়ে এলাকার কয়েক হাজার নারী–পুরুষ আসামিকে নিয়ে আসার পথে রাস্তা অবরোধ করে রাখে। পরে বিক্ষুব্ধ জনতা আসামি ছিনিয়ে নিতে পুলিশের দুটি গাড়িতে হামলা চালায়। উত্তেজিত জনতা গাড়ির দরজা ভেঙে আসামিকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দেয়। ঘটনাস্থলেই মারা যায় খুনের ঘটনায় জড়িত আসামি। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে তাদের ওপরও হামলা করা হয়। আহত হয় চার পুলিশ।

এলাকাবাসী জানায়, কদলপুর হযরত আশরাফ মাজার রোডের ভিতর যৌথ মালিকানাধীন একটি মুরগির খামারে যে কয়েকজন কর্মচারী ছিল তাদের মধ্যে চারজন ছিল উপজাতি যুবক। ওই খামারের ম্যানেজারের দায়িত্বে ছিলেন খামারের পাশের বাড়ির হৃদয়। হৃদয়ের সাথে উপজাতি যুবকদের ভালো সম্পর্ক ছিল। কাজ করা নিয়ে কয়েক মাস আগে তাদের মাঝে বিরোধের সূত্রপাত হয়। সম্পর্কের তিক্ততার মাঝে উপজাতি যুবকরা চাকরি ছেড়ে চলে যায়। পরে মালিকপক্ষ তাদের ডেকে এনে হৃদয়ের সাথে বিরোধ মিটমাট করে দেয়। এরপর থেকে তাদের সাথে হৃদয়ের ঘনিষ্ঠতা বাড়ে। তাদেরকে বাড়িতে নিয়ে ভাতও খাওয়ায়।

স্থানীয় একটি সূত্র জানায়, এভাবে তারা হৃদয়ের সাথে সম্পর্ক গভীর করে পাহাড়ি এক তরুণীর ফাঁদে ফেলে। সূত্র মতে, ওই তরুণীর ডাকে সাড়া দিয়ে গত ২৮ আগস্ট রাতে হৃদয় খামার থেকে বের হয়েছিলেন। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজনের সন্দেহ বাড়তে থাকে। তার ফোনটিও বন্ধ পাওয়া যায়। পরিবারের সদস্যরা পরদিন এ নিয়ে খামারের মালিকের সাথে যোগাযোগ করে তাদের পরামর্শে থানায় জিডি করে।

পুলিশ বিষয়টি খতিয়ে দেখে। পাশাপাশি অনুসন্ধান শুরু করে।

এর মধ্যে ফোন আসে হৃদয়ের বাবার নম্বরে। বাবা বাইরে থাকায় ফোনটি রিসিভ করেন তার মা নাহিদা আকতার। হৃদয় মায়ের সাথে ফোনে কথা বলে জানান তিনি অপহরণকারীদের হাতে আটক আছেন। ১৫ লাখ টাকা দিলে তারা তাকে ছেড়ে দেবে। এই সংবাদে বিচলিত পরিবারটি আপনজনের কাছে পরামর্শ চায়। কেউ বলেছেন থানা পুলিশে এই নিয়ে বাড়াবাড়ি করলে ছেলের ক্ষতি হতে পারে। ভালো হবে অপহরণকারীদের সাথে সমঝোতার মাধ্যমে ছেলেকে ফিরিয়ে আনা। এমন পরিস্থিতির মাঝে অপহরণকারীদের আরো একটি ফোন পান হৃদয়ের বাবা। ফোনে ছেলের মুক্তির জন্য দফারফা করেন দুই লাখ টাকায়। অপহরণকারীরা মুক্তি দেওয়ার শর্তে তাকে টাকা নিয়ে যেতে বলে বান্দরবানের ডলুপাড়ায়। তাদের কথামতো তিনি দুই লাখ টাকা নিয়ে সেখানে গিয়ে অপহরণকারীদের দেন। তিনি ছেলেকে ফেরত দিতে অনুরোধ করেন। অপহরণকারীরা উত্তরে বলে, তোর ছেলে টেঙি স্টেশনে আছে। সেখানে যা। সেখানে না পেয়ে আবার যোগাযোগ করলে বলে, ওখানে যা, সেখানে যা, খুঁজে পাবি। এভাবে সারা দিন সেখানে কাটিয়ে হতাশ মনে ফিরে আসেন হৃদয়ের বাবা শফি।

হৃদয়ের মা নাহিদা আকতার জানান, ‘অপহরণের পর তার স্বামীর মোবাইলে একটি ফোন আসে। ফোনটি ছিল তার ছেলে হৃদয়ের। ফোনে হৃদয় বলে, ‘মা আমাকে রাত ১২টার দিকে কিছু মানুষ আটক করে নিয়ে আসে। আমি প্রায় ১২ ঘণ্টার মতো গাড়িতে ছিলাম। আপনারা ফোন দিয়েন না।’

তিনি আরও বলেন, ‘ফোন দিলে আমাকে মেরে ফেলবে বলছে ওরা। এরপর আবার আমার মোবাইলে কল দিয়ে বলে ছেলেকে পেতে হলে ১৫ লাখ টাকা দিতে হবে। না হলে তোর ছেলেকে জীবিত আর পাবি না। পরে তাদের বুঝিয়ে আমরা ২ লাখ টাকায় রাজি করি। তাদের কথা মতো টাকা দিলেও তারা আমার সন্তানকে ফেরত দেয়নি। আমার স্বামী টাকা দিয়ে তাদের পায়ে পর্যন্ত পড়েন।’

এসব ঘটনার পর ব্যর্থ হয়ে হৃদয়ের মা থানায় গিয়ে ছয়জন নির্দিষ্ট এবং অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামি করে থানায় অপহরণ মামলা করেন। মামলার পর পুলিশ ওইদিনই অভিযান চালিয়ে কাউখালী উপজেলা থেকে গ্রেপ্তার করে উহ্লাপ্রমং মারমার ছেলে ঊক্যথোয়াই মারমা(১৯) ও কাপ্তাই থানার চিৎমরম আমতলী থেকে উষাচিং মারমার ছেলে আছুমং মারমাকে। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ ও সাথে নিয়ে অভিযান চালানো অব্যাহত রাখে। এই ধারাবাহিকতায় গতকাল ভোর রাতে চান্দগাঁও আবাসিক এলাকা থেকে প্রধান আসামিকে গ্রেপ্তার করে। তার স্বীকারোক্তির মাধ্যমে হৃদয়ের কঙ্কাল উদ্ধার হলো।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, গত রবিবার মামলার ১ নং আসামি উমংচিং মারমাকে আটক করে আমরা ২৫ পুলিশ সদস্য নিয়ে আজ (সোমবার) ভোরে তার দেওয়া তথ্যমতে কদলপুর–রাঙ্গুনিয়া সীমান্তবর্তী দলুছড়ি পাহাড়ি এলাকায় অভিযানে যাই। অপহৃত কলেজ ছাত্রের কঙ্কাল উদ্ধার করা হয় পাহাড় থেকে। লাশ উদ্ধার করে ফেরার পথে ১ নং আসামিকে দেখে স্থানীয় কয়েকশ উত্তেজিত জনতা আমাদের পথরোধ করে আসামি উমংচিং মারমাকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দিয়ে হত্যা করে। আমাদের দুটি গাড়িও ভাঙচুর করা হয়েছে। বিক্ষুব্ধ জনতার হামলায় চারজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছেন। পুলিশের উপর হামলাকারী ও আসামি ছিনতাই করে নিয়ে হত্যার ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আলবিদা ২০২৪

২০০৭ সালে মুক্তি পাওয়া লাইফ ইন এ মেট্রো ছবির আলবিদা শিরোনামের গানের লাইন এটি। (উল্লেখ্য বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী জেমসের গাওয়া)। সত্যিই তো আর মাত্র

বিস্তারিত »

‘দিনের পর দিন অনির্বাচিত সরকারের হাতে দেশ চলতে পারে না’

সংস্কারের কারণে দিনের পর দিন অনির্বাচিত সরকারের হাতে দেশ চলতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৮ ডিসেম্বর) জাতীয়

বিস্তারিত »

সচিবালয়ে প্রবেশ: সাময়িক অসুবিধায় দুঃখ প্রকাশ করে সাংবাদিকদের সহযোগিতা চায় সরকার

সচিবালয়ে প্রবেশ ইস্যুতে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছে সরকার। শনিবার (২৮ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ভয়াবহ

বিস্তারিত »

স্বামীর ছোড়া অকটেনের আগুনে দগ্ধ গৃহবধূ নাজমা আর নেই

চন্দনাইশে স্বামীর ছোড়া অকটেনের আগুনে দগ্ধ গৃহবধূ নাজমা মারা গেছে। শুক্রবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত ৩টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাজমা মারা যায়

বিস্তারিত »

হাসিনা ও রেহানার ব্যাংক হিসাব তলব

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানার ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সেই সঙ্গে

বিস্তারিত »

জয় বাংলা’ জাতীয় স্লোগানের রায় স্থগিত

২০২০ সালের ১০ মার্চ ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দিয়েছিল হাই কোর্ট। ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে হাই কোর্টের দেওয়া রায় স্থগিত

বিস্তারিত »

সাংবাদিক মাহবুব উল আলমের প্রতি বিনম্র শ্রদ্ধা

বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট, প্রগতিশীল চিন্তাবিদ, বাম রাজনীতির নীরব সমর্থক ও সংগঠক, মাইজভাণ্ডারী দর্শন ও মওলানা ভাসানীর একনিষ্ঠ অনুসারী এবং সাহিত্যিক মোহাম্মদ মাহবুব উল আলম হাটহাজারী

বিস্তারিত »

‘কেয়ামতের ফজরেও আ.লীগ রাজনীতি করতে পারবে না’

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমির ও সাবেক এমপি শাহাজাহান চৌধুরী বলেছেন, নবী মুহাম্মদ (স.) যেমন মসজিদের ঈমাম, যুদ্ধের ময়দানেও সেরকম সেনাপতি।

বিস্তারিত »

আন্দরকিল্লায় দুটি সড়কে ব্যাটারি রিকশার দৌরাত্ম্য

ব্যাটারি রিকশার দৌরাত্ম্যে নগরীর আন্দরকিল্লা এলাকার দুইটি সড়কে যানবাহন তো দূরের কথা পথচারীর চলাচলও কঠিন হয়ে উঠে। ভয়াবহ রকমের বিশৃঙ্খল অবস্থায় থাকা ব্যাটারি রিকশাগুলো পথচারীদের

বিস্তারিত »