চট্টগ্রামে উপ-নির্বাচনের টাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরিকাঘাতে মো. হোসেন (৪৫) নামে এক যুবলীগ নেতা খুন হয়েছে। নিহত মো. হোসেন নগরের ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ডের আব্দুস সালাম দফাদার বাড়ির মৃত নুরু মিয়ার ছেলে।
রবিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে চট্টগ্রাম নগরের পাহাড়তলী সরাইপাড়া এলাকার এবতেদায়ি মাদ্রাসার সামনে পুকুর পাড়ে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে পাহাড়তলী থানার ওসি (তদন্ত) রোজিনা আক্তার জানান, কয়েকদিন আগে চট্টগ্রাম ১০ আসনে অনুষ্ঠিত উপ-নির্বাচনের টাকা ভাগাভাগি নিয়ে কথা কাটাকাটির জেরে মো. হোসেন নামে একজনকে ছুরিকাহত করে। পরে এলাকাবাসী আহত হোসেনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেকহা) নিয়ে যাওয়া। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রোজিনা আক্তার আরও জানান, মো. হোসেন স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। পরিবার থেকে এখনও মামলা হয়নি বলে জানান তিনি।
-মুক্তি৭১/জেআ