শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ২২ কার্তিক, ১৪৩২, ১৫ জমাদিউল আউয়াল, ১৪৪৭

ছয় শর্তে চবিতে শাটল ট্রেন ফের চালু

মুক্তি ৭১ প্রতিবেদক

ছয় শর্তে প্রায় দুইদিনেরও বেশিসময় বন্ধ থাকার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন চলাচল আবার শুরু হয়েছে। শাটল ট্রেনের ছাদ থেকে ছিটকে পড়ে শিক্ষার্থীদের আহতের জেরে লোকোমাস্টারসহ (চালক) কয়েকজন কর্মচারীকে মারধরের জেরে শাটল ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছিল রেলওয়ে কর্তৃপক্ষ।

রোববার (১০ সেপ্টেম্বর) সকালে রেলওয়ে কর্মচারীদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির বৈঠকের পর ট্রেন চালাতে সম্মত হন সংশ্লিষ্টরা। এরপর দুপুর ২টা ৫০ মিনিটে চট্টগ্রাম রেলস্টেশন থেকে ক্যাম্পাসের উদ্দেশে যাত্রা করে শাটল ট্রেন।

এখন থেকে সূচি অনুযায়ী ট্রেন চালানো হবে বলে জানিয়ে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার জাফর আলম বলেন, দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে আমাদের মিটিং হয়েছে। এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন চালানোর ব্যাপারে সিদ্ধান্ত হয়। ট্রেন চালকের ওপর হামলার সঙ্গে যারা জড়িত ছিলেন, তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নেবে। আর ট্রেনের ছাদে যাতে কেউ উঠতে না পার, সে বিষয়ে প্রক্টর দেখবেন বলে আমাদের আশ্বাস দিয়েছেন।

জানা যায়, রবিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সঙ্গে রেলওয়ে কর্মচারীদের বিভিন্ন সংগঠনের নেতারা বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ রানিং স্টাফ ও শ্রমিক-কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মজিবুর রহমান, জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এম আর মঞ্জু, রেলওয়ে এমপ্লয়িজ লীগের সভাপতি কাজী আনোয়ারুল হক, রেলওয়ে কারিগর পরিষদের সাধারণ সম্পাদক এস কে বারী, রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, রানিং স্টাফ ও শ্রমিক-কর্মচারী ইউনিয়নের পাহাড়তলী শাখার সভাপতি ইকবাল আহমেদ, সম্পাদক গোলাম শাহরিয়ার ও রেলওয়ে গার্ডস কাউন্সিলের সভাপতি নূরুল আলম চৌধুরী।

এসময় রেলওয়ের কর্মচারীদের পক্ষ থেকে শাটল ট্রেন চালানোর জন্য ছয়টি শর্ত দেয়া হয়। এগুলো হল— পাহাড়তলী থেকে প্রতিটি ইঞ্জিন সঙ্গে রেলওয়ে পুলিশের (জিআরবি) কমপক্ষে চারজন সদস্য দেয়া, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, রেলওয়ে কর্তৃপক্ষ, রেলওয়ে কর্মচারীদের প্রতিনিধি ও পুলিশ প্রশাসন মিলে বৈঠক করা ও যাবতীয় সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করা, বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশনে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা, ট্রেনের ছাদে ও ইঞ্জিনে শিক্ষার্থী উঠলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেন ব্যবস্থা নেয়, ছাত্রদের সচেতন করা এবং লোকমাস্টারদের লাঞ্ছিতের ঘটনায় জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া।

ফলপ্রসূ বৈঠকের পর রোববার দুপুরে চট্টগ্রাম রেলস্টেশন ছেড়ে যাওয়া ট্রেনের ছাদে কোনো শিক্ষার্থীকে দেখা যায়নি। ছাদে যাতে কেউ উঠতে না পারে সেজন্য রেলকর্মীরাও তৎপর ছিলেন। এসময় শিক্ষার্থীরা বলেন, বারবার দাবি জানানোর পরও শাটল ট্রেনের বগি এবং সূচি বাড়ানো হয়নি। ভিড়ের কারণে অনেক ছাত্র ছাদে উঠতে বাধ্য হন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ স্টাডিজ বিভাগের শিক্ষার্থী উর্মি রাণী মোহন্তী বলেন, বগিতে লাইট-ফ্যান নেই। বগির সংখ্যা যাতায়াতকারী শিক্ষার্থীর তুলনায় অনেক কম। আমরা বারবার বগি বাড়ানোর কথা বলেছি। ট্রেনের সূচি বাড়ানোর কথা বলেছি। কিন্তু আমাদের দাবি মানা হয়নি। এ বছর প্রচণ্ড গরম পড়ছে। যত ছাত্রছাত্রী সিটে বসে যেতে পারে, তার চেয়ে কয়েকগুণ শিক্ষার্থীকে দাঁড়িয়ে অথবা ফ্লোরে বসে যেতে হয়। অনেকে গরম আর ভিড়ের মধ্যে ঠাসাঠাসি সহ্য করতে পারে না। এজন্য ছাদে ওঠে।

এর আগে, বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাতে হাটহাজারীর ফতেয়াবাদ চৌধুরীহাট এলাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গোমী চলন্ত শাটল ট্রেনের ছাদ থেকে পড়ে অন্তঃত ১৬ শিক্ষার্থী আহত হন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ট্রেনে থাকা লোকোমাস্টার জাহেদুল ইসলাম, সহকারী লোকোমাস্টার মইনুল ইসলাম পাটোয়ারী এবং গার্ড জহিরুল ইসলামকে মারধর করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। একপর্যায়ে ট্রেন স্টেশনে রেখেই এই তিনজন পালিয়ে যান। এরপর থেকে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত শাটল ট্রেন না চালানোর সিদ্ধান্ত নিয়েছিলেন লোকোমাস্টাররা।

এ অবস্থায় শুক্রবার ও শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন চলাচল করেনি। রোববার সকালেও সূচি অনুযায়ী কোনো ট্রেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে ছেড়ে যায়নি। বেলা দেড়টায় ও আড়াইটায় ক্যাম্পাস থেকেও কোনো ট্রেন আসেনি।

এদিকে দুর্ঘটনার পর বৃহস্পতিবার রাতভর উত্তাল ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিভিন্ন আবাসিক হল থেকে ছাত্ররা বেরিয়ে মূল ফটক অবরুদ্ধ করে অবস্থান নেয়ার পাশাপাশি উপাচার্যের বাসভবন, পুলিশ ফাঁড়ি, শিক্ষক ক্লাব এবং পরিবহন দফতরে ঢুকে ভাংচুর করেন শিক্ষার্থীরা। এসময় বেশকিছু প্রাইভেট কার, অটোরিকশা, ট্রাক ভাংচুরের শিকার হয়।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নুর আহমদ ও প্রধান নিরাপত্তা কর্মকর্তা শেখ মোহাম্মদ আব্দুর রাজ্জাক বাদী হয়ে চাঁদা দাবি ও ভাংচুরের অভিযোগে দুটি মামলা দায়ের করেন। শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে হাটহাজারী থানায় দায়ের হওয়া দুই মামলায় দায়ের সাতজনের করে নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে।

-মুক্তি৭১/জেআ

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

বীর মুক্তিযোদ্ধা রবিউল হোসেন কচি : চট্টগ্রাম, নোয়াখালী সবখানে তিনি নেতা

মিষ্টি হাসিমাখা মায়াবি মুখাবয়বের অধিকারী রবিউল হোসেন ছিলেন ষাটের দশকের চট্টগ্রামের ছাত্র রাজনীতির একজন প্রিয়ভাজন নেতা। ষাটের শেষভাগে উদ্ভূত হয়ে তিনি নিজের জন্য আলাদা আসন

বিস্তারিত »

পরীক্ষা দিতে গিয়ে পিটুনি খেলেন ছাত্রলীগ নেতা

চট্টগ্রাম নগরীর হাজারী লেন এলাকায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ ক্যাম্পাসে আশিফুল হক (২৫) নামের এক ছাত্রলীগ নেতাকে মারধরের পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তিনি

বিস্তারিত »

দম-এ মেহজাবীন

নাটকে বিরতি দিয়ে ওটিটিতে নিয়মিত হয়েছিলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এই অভিনেত্রী এখন পুরোপুরি চলচ্চিত্রে মনোনিবেশ করেছেন। সেই ধারাবাহিকতায় নতুন সিনেমায় যুক্ত হতে যাচ্ছেন মেহজাবীন। শোনা

বিস্তারিত »

সাভারে শিক্ষার্থীদের সংঘর্ষ, অগ্নিসংযোগ

ঢাকার সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে রাতভর সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। গত রোববার রাত ৯টা থেকে ভোর ৪টা পর্যন্ত বিরুলিয়া

বিস্তারিত »

সালমান খানকে নিষিদ্ধ ঘোষণা

বলিউড সুপারস্টার সালমান খান এবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে। সৌদি আরবের রিয়াদে এক অনুষ্ঠানে মুখ ফসকে এমন কথা বললেন, যা নিয়ে তোলপাড় পাকিস্তানজুড়ে। বেলুচিস্তানকে ‘ভিন্ন দেশ’ হিসেবে

বিস্তারিত »

মাজার-দরবারে যে হামলা হয়েছে তা যে কোনো মূল্যে বন্ধ করতে হবে

মাজার-দরবারে যে হামলা হয়েছে তা যে কোনো মূল্যে বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, সহিংসতা বন্ধ

বিস্তারিত »

বৈষম্যমূলক আচরণের ফলে বিশ্বে উত্তেজনা বেড়ে চলেছে

একতরফা সিদ্ধান্ত ও দ্বিপক্ষীয় সম্পর্কে বৈষম্যমূলক আচরণের ফলে বিশ্বে উত্তেজনা বেড়ে চলেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। জাতিসংঘের ৮০তম

বিস্তারিত »

আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা পুনর্গঠনের দাবি জানালো বাংলাদেশ

জেনেভায় গৃহীত ‘জেনেভা কনসেন্সাস’ এর মধ্য দিয়ে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সম্মেলনের ১৬তম মন্ত্রীপর্যায়ের শীর্ষ অধিবেশন (আঙ্কটাড ১৬) সফলভাবে সমাপ্ত হয়েছে। ২০-২৩ অক্টোবর অনুষ্ঠিত

বিস্তারিত »

থাইল্যান্ডের রানি মা সিরিকিত মারা গেছেন

  থাইল্যান্ডের রানি মা সিরিকিত থাইল্যান্ডের রানি মা সিরিকিত আর নেই। দেশটির রাজপ্রাসাদের এক বিবৃতিতে জানানো হয়েছে, ৯৩ বছর বয়সে তার মৃত্যু হয়েছে। থাইল্যান্ডের রাজা

বিস্তারিত »