মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ১১ আশ্বিন, ১৪৩০, ১০ রবিউল আউয়াল, ১৪৪৫

খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার দাবী

বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় চট্টগ্রাম মহানগর যুবদলের দোয়া মাহফিল।

মুক্তি ৭১ ডেস্ক

চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসকরা জানিয়েছেন, তিনি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণের মতো অবস্থানে চলে গেছেন। দেশে তাকে চিকিৎসা দেওয়ার মতো আর কিছু বাকি নেই। বেগম খালেদা জিয়াকে বাঁচাতে হলে বিদেশে উন্নত চিকিৎসা প্রয়োজন। তাই আমরা সরকারকে রাজনীতির ঊর্ধ্বে উঠে তাকে অবিলম্বে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থার নেওয়ার দাবী জানান। সাবেক তিন তিন বারের নির্বাচিত প্রধানমন্ত্রী এই প্রবীণ বয়সেও তিনি ফরমায়েশি রায়ে বন্দীজীবন কাটাচ্ছেন। অন্যথায় বেগম জিয়ার কিছু হলে তার দায়ভার সরকারকে নিতে হবে।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি কামনায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে বাদ জুমা নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় সংলগ্ন মসজিদে দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

উক্ত দোয়া মাহফিলে চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, দেশের একজন শীর্ষ রাজনীতিক, একজন সাবেক প্রধানমন্ত্রী, বয়োজ্যেষ্ঠ নাগরিক, একজন নারী হিসেবে উপরন্তু একজন জেলবন্দী ব্যক্তির যথাযথ সুচিকিৎসা পাওয়া ন্যূনতম মানবাধিকারের অংশ। তার মৌলিক অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করা জাতি হিসেবে আমাদের দায়িত্ব ও কর্তব্য। আমরা তাই আদালতের মাধ্যমে তাকে স্থায়ী জামিনে মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা নেওয়ার জোর দাবী জানাই।

এতে চট্টগ্রাম মহানগর যুবদলের সহ-সভাপতি ফজলুল হক সুমন, মো: জাহাঙ্গীর আলম, মিয়া মো: হারুন, জসিমুল ইসলাম কিশোর, মুজিবুর রহমান মুজিব, জাহেদুল হাসান বাবু, মোহাম্মদ আলী সাকী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল পারভেজ, আব্দুল হামিদ পিন্টু, সেলিম উদ্দিন রাসেল, তৌহিদুল ইসলাম রাসেল, হেলাল হোসেন, গুলজার হোসেন, সহ সাধারণ সম্পাদক আসাদুর রহমান টিপু, আহাদ আলী সায়েম, জাফর আহমদ খোকন, সম্পাদক মন্ডলীর সদস্য নূর হোসেন উজ্জ্বল, জিল্লুর রহমান জুয়েল, মুহাম্মদ সাগীর, মহিউদ্দিন মুকুল, ইফতেখার শাহরিয়ার আজম, ওমর ইমতিয়াজ টিটু, আসাদুজ্জামান রুবেল, সহ সম্পাদক বৃন্দ আতিকুর রহমান, মাহবুবুর রহমান, মোহাম্মদ শাহেদুল ইসলাম, মেজবাহ উদ্দিন মিন্টু, হাফেজ কামাল উদ্দিন, গুলজার হোসেন মিন্টু, হাসান মনসুর, জাহাঙ্গীর আলম বাবু, নগর যুবদলের সদস্য শাবাব ইয়াজদানী, মাহাবুব খান জনি, সাইদুল হক সিকদার, আবদুল্লাহ আল মামুন, জাহেরী মাসুদ, আবদুল করিম, থানা যুবদলের আহবায়ক শফিউল আজম, বজল আহমদ, মোশাররফ আমীন সোহেল, সদস্য সচিব মঞ্জুরুল আলম মঞ্জু, শওকত খান রাজু, মোর্শেদ কামাল, হাবিবুল্লাহ খান রাজু, থানা যুবদলের সি: যুগ্ম আহবায়ক নূর উদ্দিন শরীফ দিদার, ইউনুছ মুন্না, সাজ্জাদ আহমেদ সাদ্দাম, জামিল হোসেন, রাসেল খান, সোলায়মান হোসেন মনাসহ প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আশু রোগমুক্তি কামনা, সুস্বাস্থ ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন নাসিমন ভবনস্থ সংলগ্ন মসজিদের খতীব মাওলানা এহছানুল হক।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

নভেম্বরে তফসিল, জানুয়ারির শুরুতে ভোট

আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ভোট হবে জানুয়ারির প্রথমে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) গাজীপুরে এমনটা জানিয়েছেন ইসি আনিছুর রহমান।

বিস্তারিত »

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ৩৫ রানের মধ্যেই টাইগারদের হারাতে হয়েছে ৩টি উইকেট। মঙ্গলবার (২৬

বিস্তারিত »

বিএনপি এখন পুরনো গাড়ি, চলতে গিয়ে হঠাৎ বন্ধ হয়ে যায়: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি এখন পুরনো গাড়ির মতো বসে গেছে, তবে ব্যাটারি যাতে ডাউন না হয় সে

বিস্তারিত »

সন্তানের মা হলেন স্বরা ভাস্কর

বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর কন্যাসন্তানের মা হয়েছেন। সোমবার (২৫ সেপ্টেম্বর) মেয়ে ও মেয়ের বাবা ফাহাদের সঙ্গে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে এই

বিস্তারিত »

রুশ নৌবহরে ক্ষেপণাস্ত্র হামলায় কমান্ডারসহ নিহত ৩৪

রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌবহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে কমান্ডারসহ ৩৪ কর্মকর্তা নিহত হয়েছেন বলে দাবি করছে ইউক্রেন। শুক্রবার মস্কোর দখলে থাকা ক্রিমিয়ার সেভাস্তোপোলে নৌবহরের সদর দপ্তরে এই

বিস্তারিত »

এক ফেসবুক অ্যাকাউন্ট থেকেই খুলুন একাধিক প্রোফাইল

এবার বড়সড় সিদ্ধান্ত নিল ফেসবুক কর্তৃপক্ষ। একই অ্যাকাউন্ট থেকে ব্যবহার করা যাবে একাধিক প্রোফাইল। সংস্থার তরফে জানানো হয়েছে, একটি অ্যাকাউন্ট থেকে আলাদা আলাদা চারটি প্রোফাইল

বিস্তারিত »

সাংবাদিকদের ওপর ভিসা নীতি প্রসঙ্গে যা জানা গেল মার্কিন পররাষ্ট্রের ব্রিফিংয়ে

বাংলাদেশের আসন্ন নির্বাচনকে সামনে রেখে রাজনীতিকসহ কয়েকটি শ্রেণি পেশার ব্যক্তিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা কার্যকরের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন এই ভিসা নীতির কারণে বাংলাদেশের কিছু বর্তমান

বিস্তারিত »

সেই ভিটাবাড়িতেই কবর হলো হাসানের

যে ভিটাবাড়ির জন্য স্ত্রী-সন্তানরা কেটে টুকরা টুকরা করা হয়েছে সেখানেই কবর দেয়া হয়েছে বাঁশখালীর কাথরিয়ার মো. হাসানকে। সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় কাথরিয়া স্কুলমাঠে নামাজে

বিস্তারিত »

আল্লামা তাহের শাহ চট্টগ্রাম আসছেন আজ

হুজুর কেবলা আওলাদে রাসূল, রাহনুমায়ে শরীয়ত ও তরীক্বত, মুর্শিদে বরহক্ব, হাদীয়ে দ্বীন ও মিল্ল্ল্লাত আল্ল্ল্ল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ্‌ (মা.জি.আ.) নেতৃত্বে ও প্রধান মেহমান আল্লামা

বিস্তারিত »