চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরও এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৩১ জন।
সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিবি আলমাস নামে ৩৩ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। তিনি গত ২ সেপ্টেম্বর ডেঙ্গু উপসর্গ নিয়ে মা ও শিশু হাসপাতালে ভর্তি হন এবং রোববার (৩ সেপ্টেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ নিয়ে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত ২০ জন নারীর মৃত্যু হয়েছে। এবং চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ জনে। আর চলতি সেপ্টেম্বরের প্রথম ৪ দিনে ডেঙ্গুতে মারা গেছেন ২ জন।
এদিকে একই সময়ে নতুন করে ডেঙ্গু শনাক্ত হয়েছে আরও ১৩১ জনের। এদের মধ্যে নগরের সরকারি হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ৭৯ জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি আছে ৫২ জন।
এ নিয়ে চলতি সেপ্টেম্বর মাসে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪৭৯ জন এবং এখন পর্যন্ত চট্টগ্রামে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬ হাজার ২৬৬ জন।
প্রসঙ্গত, চলতি বছরের শুরু থেকে চট্টগ্রামে এখন পর্যন্ত মোট ৬ হাজার ২৬৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৩১৭ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ৫ হাজার ৯৪৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।