চট্টগ্রামের রাউজানে দীর্ঘ ২৯ বছর পর ছাত্রলীগ নেতা ইকবাল হত্যা মামলার পলাতক আসামি আবু বক্করকে গ্রেফতার করেছে র্যাব-৭।
রোববার (৩ সেপ্টেম্বর) রাউজানের গরীব উল্লাহ পাড়ার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আবু বক্কর (৪৮) ওই এলাকার মাহবুব আলমের ছেলে।
সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর জ্যেষ্ঠ পরিচালক (গণমাধ্যম) তাপস কর্মকার।
তিনি বলেন, ১৯৯৪ সালে রাউজানের আলোচিত ইকবাল হত্যা মামলার পলাতক আসামি আবু বক্করকে দীর্ঘ ২৯ বছর পর রোববার গরীব উল্লাহ পাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি অব্যাহত ছিল।
‘জিজ্ঞাসাবাদে আবু বক্কর হত্যা মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি বলে স্বীকার করেন। এবং আইন শৃঙ্খলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে দীর্ঘ ২৯ বছর যাবৎ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিলেন বলে জানান এই র্যাব কর্মকর্তা।’
তিনি বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আসামি আবু বক্করকে রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে।