চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতীয় পাসপোর্টধারী তুষার নাগীন দাশ নামে এক ব্যক্তির কাছ থেকে প্রায় এক কেজি ওজনের অবৈধ সোনা উদ্ধার করা হয়েছে।
সোমবার (২১ আগস্ট) এ অভিযান পরিচালনা করেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা কে এম সালেম বলেন, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি ১৫২ যোগে আসা ওই ভারতীয় যাত্রীর কাছ থেকে ৪২০ গ্রাম সোনা এবং কাপড়ে পেস্ট করে লাগানো প্রায় ৫০০ গ্রাম সোনা জব্দ করা হয়।
এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মামলাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।