চট্টগ্রামের পটিয়ায় পুকুরের পানিতে ডুবে দুই বোনের করুণ মৃত্যু হয়েছে। তারা হলেন— রুমা আকতার (৮) ও সুবর্না আকতার সোমা (৭)।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুর একটার দিকে পটিয়া পৌর সদরের পদ্ম পুকুরে এ ঘটনা ঘটে।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সামিয়া আয়েশা ফারজানা বলেন, দুপুরে পানিতে ডুবে যাওয়া দুইজন শিশুকে আনা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।