চট্টগ্রাম নগরের বাকলিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাসে চাপা পড়েছে একটি সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেল। এই দুর্ঘটনায় কেউ প্রাণ হারাননি তবে তিন যাত্রী আহত হয়েছেন।
বুধবার (১৬ আগস্ট) সকাল সাড়ে আটটার দিকে বাকলিয়া থানার এক্সেস রোডের মুখে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- জান্নাতুন মাওয়া (৪০), জিহাদুল ইসলাম (২৮) ও রাজিব (১৮)।
বাকলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) মো. মোশারফ হোসেন বলেন, একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলকে চাপা দিলে তিন ব্যক্তি গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, সড়ক দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে আনা হয়েছে। জরুরি বিভাগে চিকিৎসা শেষে তাদের তিনজনকে ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।